ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ত্বক উজ্জ্বল, চুল মজবুত রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কমলালেবু

২০২৫ নভেম্বর ১৩ ১২:২৩:৪৮

ত্বক উজ্জ্বল, চুল মজবুত রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কমলালেবু

প্রতিদিন একটি ফল খাওয়ার অভ্যাসে কমলালেবু হতে পারে অন্যতম সেরা পছন্দ। ভিটামিন সি–সমৃদ্ধ এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বক, চুল ও হৃদযন্ত্রের যত্নেও কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে শীতের মৌসুমে সহজলভ্য এই ফল পুষ্টিতে ভরপুর এবং সতেজতাও বজায় রাখে।

ইমিউনিটি বাড়ায়কমলালেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত খেলে সর্দি, কাশি বা মৌসুমি সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

ত্বক ও চুলের যত্নেভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে। ফলে ত্বক হয় টানটান ও দাগহীন, আর চুল হয় ঝলমলে ও স্বাস্থ্যকর।

হৃদযন্ত্রের সুস্থতাকমলালেবুতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রকে সক্রিয় রাখে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায়।

হজম শক্তি বৃদ্ধিকমলালেবু ফাইবার সমৃদ্ধ, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে।

কখন খাবেনখালি পেটে কমলালেবু খাওয়া ভালো নয়। দুপুরের খাবারের পর বা বিকেলে হালকা নাশতার সময় খাওয়া সবচেয়ে উপকারী।

চুল ও ত্বকের জন্য ব্যবহারকমলার খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়োতে মধু, অলিভ অয়েল বা দুধ মিশিয়ে ফেসপ্যাক বা স্ক্রাব হিসেবে ব্যবহার করলে—ত্বকের কালচে দাগ দূর হয়, ত্বক টানটান হয়,প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ