ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

রূপচর্চায় চুনের বিস্ময়কর ব্যবহার,দাগ, ব্রণ ও খুশকিতে কার্যকর

২০২৫ নভেম্বর ১৬ ১৫:৫৪:৩৭

রূপচর্চায় চুনের বিস্ময়কর ব্যবহার,দাগ, ব্রণ ও খুশকিতে কার্যকর

চুন শুধু পান খাওয়ার উপকরণ নয়, ত্বক ও চুলের যত্নেও এটি কার্যকর প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা ক্যালসিয়াম অক্সাইড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, আর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সংক্রমণ ও স্ক্যাল্পের জীবাণু কমাতে ভূমিকা রাখে। সতর্কভাবে ব্যবহার করলে চুন ত্বক উজ্জ্বল, দাগহীন ও খুশকিমুক্ত রাখতে সহায়তা করে।

চুনের পানি কীভাবে তৈরি করবেনএক চামচ খাওয়ার চুন এক কাপ পানিতে মিশিয়ে ১০–১৫ মিনিট রেখে দিন। এরপর উপরের পরিষ্কার পানি ব্যবহার করুন। নিচে জমে থাকা সাদা অংশ ব্যবহার করবেন না, কারণ এটি ত্বকে জ্বালা বা পোড়া ভাব সৃষ্টি করতে পারে।

এক্সফোলিয়েশন হিসেবে ব্যবহারএক চামচ চুন, ব্রাউন সুগার, অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করলে মৃত কোষ দূর হয় এবং ত্বক পরিষ্কার হয়। তবে স্পর্শকাতর বা অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য চুন ব্যবহার না করাই নিরাপদ।

অতিরিক্ত তেল কমাতেতুলায় সামান্য চুনের পানি নিয়ে মুখে মাখুন। ৩–৪ মিনিট রেখে ধুয়ে ফেললে অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়। সপ্তাহে ১–২ দিন ব্যবহার করা যথেষ্ট।

ব্রণ কমাতেচুনের পানির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্রণের উপর লাগালে ব্যাকটেরিয়া কমে এবং প্রদাহ হ্রাস পায়।

কালচে দাগ হালকা করতেগলা, কনুই বা হাঁটুর দাগ হালকা করতে চুনের পানি ও মধুর মিশ্রণ ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার দাগ কমাতে সহায়তা করে।

খুশকি কমাতেস্ক্যাল্পে হালকা চুনের পানি লাগিয়ে কয়েক মিনিট পর ধুয়ে ফেললে খুশকি ও জীবাণু কমে। সপ্তাহে একবার ব্যবহার পর্যাপ্ত।

চুন যেভাবে কাজ করে১. ত্বকের মৃত কোষ তুলতে সাহায্য করে, ফলে নতুন কোষ বাইরে আসে।২. অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ব্রণ ও ফুসকুড়ির জীবাণু কমায়।৩. স্ক্যাল্প পরিষ্কার রেখে খুশকি প্রতিরোধে ভূমিকা রাখে।

সতর্কতাচুন কখনই সরাসরি বা ঘন অবস্থায় ত্বকে লাগানো উচিত নয়। অতিরিক্ত ব্যবহার ত্বকে জ্বালা, লালচে ভাব বা অ্যালার্জি তৈরি করতে পারে। সবসময় পানি বা অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এবং আগে ছোট অংশে প্যাচ টেস্ট করে নিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত