ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

“আমার স্বামীই সালমান শাহকে খুন করিয়েছে”

২০২৫ নভেম্বর ১৭ ০৮:৫৪:০৬

“আমার স্বামীই সালমান শাহকে খুন করিয়েছে”

বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিনের রহস্য ও বিতর্ক ফের আলোচনায় উঠে আসে যখন ২০১৭ সালে প্রকাশিত একটি ভিডিওতে রাবেয়া সুলতানা রুবি চাঞ্চল্যকর অভিযোগ করেন। ভিডিওতে তিনি দাবি করেন— “আমার হাজব্যান্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া।”

১৯৯৬ সালের সেই রহস্যময় মৃত্যু

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় অস্বাভাবিক অবস্থায় মৃত পাওয়া যায় ঢালিউড তারকা শাহরিয়ার চৌধুরী ইমন—যাকে পুরো দেশ চেনে সালমান শাহ নামে।ঘটনার পর তার পরিবার শুরু থেকেই বলে আসছে—এটি আত্মহত্যা নয়, পরিষ্কার হত্যাকাণ্ড।

এমনকি রেজভী আহমেদ ফরহাদ নামের এক যুবক আদালতে জবানবন্দি দিয়ে দাবি করেন—তিনি সালমান হত্যায় জড়িত ছিলেন। সেই জবানবন্দির ভিত্তিতে সালমানের মা ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তালিকায় ছিলেন—

স্ত্রী সামিরা হক

শাশুড়ি লতিফা হক লুসি

ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই

খল অভিনেতা ডন

রাবেয়া সুলতানা রুবি

এবং আরও কয়েকজন

রুবির ভিডিও: “ইমন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে”

২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত ভিডিওতে রুবি কান্নাজড়িত কণ্ঠে বলেন—

“ইমন আত্মহত্যা করেরি না। তাকে খুন করা হইছে।”

“নীলা ভাবি, কিছু করেন। এই কেস যেন শেষ না হয়।”

“আমার হাজব্যান্ড এইটা করাইছে আমার ভাই রুমিকে দিয়া।”

“সামিরার ফ্যামিলি করাইছে।”

“রুমিকে পরে ওরা হত্যা করেছে। রুমির কবর কোথায় জানি না।”

তিনি আরও দাবি করেন, তার নিজেরও জীবন হুমকির মুখে ছিল।

রুবি তখন ইস্কাটনে সালমানের বাসার সামনে মে ফেয়ার নামে একটি বিউটি পারলার চালাতেন। তার স্বামী ছিলেন চীনা বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী।

তদন্ত সংস্থার প্রতিক্রিয়া

তখন মামলার তদন্তসংস্থা পিবিআই-এর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন—“রুবির বলা তথ্য কতটা সত্য বা মিথ্যা, সেটি তদন্তের বিষয়। তার বক্তব্য কাউকে দিয়ে বলানোও হতে পারে।”

সালমান শাহের মা নিলুফার চৌধুরীর আবেগী প্রতিক্রিয়া

লন্ডনে অবস্থানরত সালমান শাহের মা নিলুফার চৌধুরী ভিডিওটি দেখার পর বলেন—“এখন আর বলার অপেক্ষা থাকে না যে আমার ছেলেকে খুন করা হয়েছিল। আমি জানতাম—একদিন সত্যি সামনে আসবে।”

তিনি রুবিকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনে জবানবন্দি নেওয়ার দাবি জানান এবং রুবির কথিত অভিযুক্তদের গ্রেপ্তারের আহ্বান করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত