ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শীতকালে গরম পানিতে গোসল ভালো নাকি ক্ষতি

২০২৫ নভেম্বর ১৬ ১১:৩০:১৪

শীতকালে গরম পানিতে গোসল ভালো নাকি ক্ষতি

শীতকাল এলেই সকালে ঘুম থেকে ওঠার পর ঠান্ডা বাতাস শরীরকে শক্ত করে দেয়। এই সময়ে গরম পানিতে গোসল অনেকের কাছে এক ধরণের স্বস্তি ও আরাম নিয়ে আসে। শরীরে উষ্ণতা আসে, মন শান্ত হয়, আর গোসলের অভিজ্ঞতাও অনেক বেশি উপভোগ্য হয়। বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা দীর্ঘ সময় ঠান্ডায় থাকেন, তাদের জন্য গরম পানির গোসল একটি আরামদায়ক অভ্যাস।

তবে এই আরামের পেছনে কিছু স্বাস্থ্যঝুঁকিও লুকিয়ে থাকতে পারে। অতিরিক্ত গরম পানি ব্যবহারে শরীর ও ত্বকের ক্ষতি হতে পারে। তাই গরম পানিতে গোসলের সুবিধা ও ক্ষতি জানা জরুরি।

গরম পানির গোসলের সুবিধা

শরীর গরম রাখে: শীতকালে গরম পানি দ্রুত শরীরকে উষ্ণ করে, ঠান্ডাজনিত অস্বস্তি কমায়।

মাংসপেশির ব্যথা কমায়: গরম পানি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে পেশির ব্যথা ও জড়তা দূর হয়।

মনকে শান্ত ও রিল্যাক্সেশন দেয়: স্ট্রেস কমিয়ে মনকে আরাম দেয়।

গরম পানির গোসলের ক্ষতি

ত্বক শুষ্ক হয়ে যায়: অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে, ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়।

চুলের ক্ষতি: খুব গরম পানি চুলের কিউটিকল নষ্ট করে, চুল রুক্ষ ও ভঙ্গুর হতে পারে।

হৃদরোগীর জন্য ঝুঁকি: যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য অত্যধিক গরম পানিতে গোসল বিপজ্জনক হতে পারে।

পরামর্শ: শীতকালে আরাম পেতে গরম পানিতে গোসল করা যেতে পারে, তবে মধ্যম তাপমাত্রার পানি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। ত্বক, চুল এবং শরীরের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সীমার মধ্যে গরম পানির ব্যবহার করুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ