ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি

২০২৫ নভেম্বর ১৩ ০৭:৩৭:৩৪

২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি

দু’শ আটত্রিশটি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করার পরও বিএনপির ভেতরে দেখা দিয়েছে অভ্যন্তরীণ অস্থিরতা। মাঠপর্যায়ে গণসংযোগ শুরু হলেও অন্তত ২৩টি আসনে ছড়িয়েছে তীব্র অসন্তোষ ও বিদ্রোহের সুর। দলীয় সূত্র বলছে, পরিস্থিতি সামাল দিতে বিএনপির হাইকমান্ড প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে।

ঐক্যের স্বার্থে কঠোর অবস্থান

দলীয় ঐক্য বজায় রাখতে ব্যর্থ ও কোন্দল সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। “ঐক্য না গড়লে পদ যাবে”—এই বার্তা ইতোমধ্যেই পাঠানো হয়েছে মাঠপর্যায়ের নেতাদের কাছে।

হাইকমান্ড মনোনীত প্রার্থীদের আচরণ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাদের সম্পর্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বঞ্চিত ও নিবেদিতপ্রাণ কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করলে মনোনয়ন বাতিল হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন নীতিনির্ধারকরা।

২৩টি আসনে তীব্র বিদ্রোহ

তদন্তে দেখা গেছে, অন্তত ২৩টি নির্বাচনী এলাকায় বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে জনপ্রিয় প্রার্থীদের অন্য দলগুলো প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে, যা ধানের শীষের ভোট ভাগাভাগির আশঙ্কা বাড়াচ্ছে।

বিরোধপূর্ণ আসনগুলোর মধ্যে রয়েছে:

সাতক্ষীরা-২ ও ৩: আবদুর রউফ ও ডা. শহিদুল আলমের বিপক্ষে বিক্ষোভ

ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন বনাম আহম্মেদ তায়েবুর রহমান সমর্থকদের সংঘর্ষে ৮ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া-৪ ও ৫: মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের সমর্থকদের সড়ক অবরোধ ও আগুন জ্বালানো

নাটোর-১: ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে বিক্ষোভ

এছাড়া সিলেট-৪, চাঁপাইনবাবগঞ্জ-২, হবিগঞ্জ-৪, রংপুর-৩, কক্সবাজার-৪, নরসিংদী-৪, রাজশাহী-৪ ও ৫ আসনেও অসন্তোষ বিরাজ করছে।

আসছে নতুন ১১ প্রার্থী

৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেন। তবে এখন জানা যাচ্ছে, আরও ১১টি আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হবে।

সম্ভাব্য নতুন আসনগুলো:ঢাকা-৯, ঢাকা-১৮, ঢাকা-২০, মাদারীপুর-২, গাজীপুর-১, টাঙ্গাইল-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, ঝিনাইদহ-৪, সিরাজগঞ্জ-১।

হাইকমান্ডের বার্তা

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,

“কিছু আসনে ক্ষোভ থাকা স্বাভাবিক। আমরা তা পর্যবেক্ষণ করছি। ফাঁকা ৬৩ আসনের বেশিরভাগই মিত্রদের জন্য রাখা হলেও কয়েকটির বিষয়ে বিএনপি শিগগিরই একক প্রার্থী ঘোষণা করবে।”

দলীয় ঐক্য টিকিয়ে রাখা ও কোন্দলমুক্ত পরিবেশ তৈরি করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত