ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আইপিএল নিলামের আগে ৮ ক্রিকেটারের দল পরিবর্তন: দেখেনিন প্লেয়ার তালিকা

২০২৫ নভেম্বর ১৬ ১০:১৩:৩০

আইপিএল নিলামের আগে ৮ ক্রিকেটারের দল পরিবর্তন: দেখেনিন প্লেয়ার তালিকা

আসন্ন আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়সীমা। এই সময়ের মধ্যে একাধিক তারকা ক্রিকেটার ট্রেডিংয়ের মাধ্যমে দল পরিবর্তন করেছেন, যা নিলাম শুরুর আগেই তৈরি করেছে তুমুল আলোচনার ঝড়।

সবচেয়ে বড় চমক এসেছে রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসনের অদলবদলকে কেন্দ্র করে। চেন্নাই সুপার কিংস ছেড়ে জাদেজা ১৪ কোটি রুপিতে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। তার পরিবর্তে ১৮ কোটি রুপির বিনিময়ে সিএসকে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। এই ডিলে আরও চমক ছিল—২.৪ কোটি রুপির স্যাম কারানও গেছেন রাজস্থানে।

এদিকে ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দরাবাদ ছাড়িয়ে ১০ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সও বড় ধরনের শক্তিবৃদ্ধি করেছে—২ কোটি রুপিতে শার্দুল ঠাকুর ও ২.৬ কোটি রুপির বিধ্বংসী ব্যাটার শেরফান রাদারফোর্ডকে দলে টেনে।

অর্জুন টেন্ডুলকার, নিতীশ রানা, মায়াঙ্ক মারকান্দে ও দোনোভান পেরেইরাও দলবদল করেছেন ট্রেডিংয়ের মাধ্যমে। আইপিএলে ১০০তম ম্যাচ খেলা নিতীশ রানা রাজস্থান থেকে ৪.২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। অর্জুন টেন্ডুলকার মুম্বাই ছেড়ে গেছেন লখনৌতে। দোনোভান পেরেইরা দিল্লি থেকে ফিরে গেছেন রাজস্থানে, যেখানে তার পারিশ্রমিক ৭৫ লাখ থেকে বেড়ে ১ কোটি রুপিতে উন্নীত হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ