ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ: ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

২০২৫ নভেম্বর ১৭ ২৩:১১:২৪

বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ: ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারসের অষ্টম ম্যাচে দোহায় দুর্দান্ত বোলিং প্রদর্শন করেছে বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক আকবর আলী টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, মাঠে নেমেই তার প্রমাণ দিয়েছে বোলাররা। মাত্র ১৮.৪ ওভারে আফগানিস্তান ‘এ’ দলকে ৭৮ রানে অলআউট করে স্বল্প লক্ষ্য নিশ্চিত করে বাংলাদেশ।

রিপন–রাকিবুলের যৌথ হামলায় বিধ্বস্ত আফগান ব্যাটিং লাইনআপ

বাংলাদেশের তরুণ দুই বোলার রিপন মণ্ডল এবং রকিবুল হাসান এক কথায় বল হাতে আগুন ঝরিয়েছেন। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট, এবং রান দিয়েছেন খুব কম।

রিপন মণ্ডল: ৪ ওভার – ১০ রান – ৩ উইকেট (ইকোনমি ২.৫০)শুরুতেই ইমরান, নূর উল রহমান ও সেদিউল্লাহকে আউট করে আফগান টপ অর্ডারে ছোবল মারেন।

রকিবুল হাসান: ৪ ওভার – ৭ রান – ৩ উইকেট (ইকোনমি ১.৭৫)শেষ দিকে ফার্মানুল্লাহ, গাজানফার ও আহমদজাইকে আউট করে আফগান ইনিংসে শেষ ধাক্কা দেন।

এছাড়া

এস এম মেহরব ২ উইকেট

আব্দুল গাফফার সাকলাইন ১ উইকেট শিকার করেন।

রাসুলির একক লড়াইও রক্ষা করতে পারেনি আফগানিস্তানকে

উইকেট পড়তে থাকা সত্ত্বেও অধিনায়ক দারবিশ রাসুলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।তিনি করেন— ২৮ বলে ২৭ রান, ইনিংসের সর্বোচ্চ।

কিন্তু তাকে আউট করার পরই আফগান ইনিংস দ্রুত ধসে পড়ে। শেষ ৫ ওভারে দলটি করে মাত্র ২১ রান এবং হারায় ৫ উইকেট।

বাংলাদেশের সহজ লক্ষ্য: মাত্র ৭৯ রান

ইনিংস বিরতিতে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। জিততে হলে করতে হবে মাত্র ৭৯ রান, যা তুলনামূলকভাবে খুব সহজ লক্ষ্য।গ্রুপ-এ তে নিজেদের অবস্থান নিশ্চিত করার জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ