ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত

২০২৫ নভেম্বর ১৬ ১৬:৫০:৩৪

এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত

দেশের বাজারে টানা অস্থিরতার মধ্যেই স্বর্ণক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণায় সোনার দামে বড় ধরনের সমন্বয় করেছে, যেখানে এক লাফে ভরিতে কমেছে ৫ হাজার ৪৪৭ টাকা। নতুন এই দাম কার্যকর হওয়ার পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।

নভেম্বরের মধ্যেই এটি সোনার দামের পঞ্চম সংশোধন। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন দর কখন থেকে কার্যকর?

বাজুস ১৫ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশের বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে।১৬ নভেম্বর (রবিবার) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

স্বর্ণের নতুন মূল্যতালিকা (প্রতি ভরি — ১১.৬৬৪ গ্রাম)
ক্যারেটপ্রতি ভরির মূল্য (টাকায়)
২২ ক্যারেট ২,০৮,২৭২
২১ ক্যারেট ১,৯৮,৮০১
১৮ ক্যারেট ১,৭০,৩৯৯
সনাতন পদ্ধতি ১,৪১,৪৭৮
রুপার মূল্য (প্রতি ভরি)
ক্যাটাগরিপ্রতি ভরির দাম (টাকায়)
২২ ক্যারেট (রুপা) ৪,২৪৬
২১ ক্যারেট (রুপা) ৪,০৪৭
১৮ ক্যারেট (রুপা) ৩,৪৭৬
সনাতন রুপা ২,৬০২

নোট: উপরের তালিকায় প্রদত্ত বিক্রয় মূল্যের উপর সরকারি ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত সর্বনিম্ন ৬% শ্রমিক মজুরি আলাদা হিসেবে প্রযোজ্য হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত