ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ

২০২৫ নভেম্বর ১৬ ০৮:৪২:৫১

চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ

জাপানের বিপক্ষে হারের পর ব্রাজিলের সামর্থ্য নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে। কিন্তু সেই প্রশ্নের জবাব মাঠেই দিয়েছে কার্লো আনচেলোত্তির দল। এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে আক্রমণের বন্যা বইয়ে ২-০ গোলের জয় পেল ব্রাজিল, যেখানে গোলদাতা ছিলেন এস্তেভাও ও কাসেমিরো।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল একের পর এক আক্রমণে সেনেগালের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরি, শট নেওয়া এবং গোলমুখে শট রাখায় ব্রাজিল ছিল প্রভাবশালী। পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি শট নেয় যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ১১টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় সেনেগাল।

২৮তম মিনিটে এস্তেভাওয়ের দারুণ গোলেই এগিয়ে যায় ব্রাজিল। কাসেমিরোর পাস প্রতিপক্ষের পায়ে লেগে দিক পরিবর্তন করে বক্সে ঢুকে গেলে প্রথম ছোঁয়াতেই শট নিয়ে জাল খুঁজে পান এস্তেভাও। মাত্র সাত মিনিট পর রদ্রিগোর ফ্রি-কিক থেকে বল পেয়ে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো।

দ্বিতীয়ার্ধে উভয় দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ৫১ মিনিটে গোল শোধের বড় সুযোগ পেয়েছিল সেনেগাল, কিন্তু এভার্টনের উইঙ্গার ইলিম্যান নদিয়ে ব্রাজিল গোলকিপার এডারসনের ভুল কাজে লাগাতে ব্যর্থ হন।

এই জয়ের ফলে সেনেগালের টানা ২৫ ম্যাচের অপরাজিত যাত্রারও ইতি টেনে দিল ব্রাজিল। একই সঙ্গে ২০২৩ সালের ৪-২ গোলের বড় হারেরও প্রতিশোধ নিল সেলেসাওরা। সামনে ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ