ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ওষুধ নয়,দৈনন্দিন জীবন যাপনে বদল আনলেই মিলবে দীর্ঘস্থায়ী সুস্থতা

২০২৫ নভেম্বর ০৯ ১০:৩৩:৩৩

ওষুধ নয়,দৈনন্দিন জীবন যাপনে বদল আনলেই মিলবে দীর্ঘস্থায়ী সুস্থতা

অনলাইন দুনিয়ায় স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে প্রতিদিনই নতুন নতুন উপদেশ ঘুরছে। তবে কোনটি আসলে কার্যকর, আর কোনটি আপনার শরীরের জন্য উপযোগী — তা বোঝা বেশ কঠিন। তবুও এমন কিছু সহজ অভ্যাস আছে, যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানও যেগুলোর পক্ষে কথা বলে।

চলুন জেনে নিই সেই পাঁচটি চিরন্তন স্বাস্থ্যকর অভ্যাস—

১. মনোযোগের চর্চা

বর্তমান জীবনে মানসিক চাপ একটি বড় চ্যালেঞ্জ। এই চাপ কমাতে কার্যকর হলো মনোযোগ বা মাইন্ডফুলনেস চর্চা। অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তার বদলে বর্তমানের প্রতি মনোযোগী হওয়াই মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো।ধ্যান, শ্বাসের ব্যায়াম বা প্রকৃতির সৌন্দর্য অনুভব — সবই মনোযোগ বাড়ানোর কার্যকর উপায়। প্রতিদিন কিছু সময় নিজেকে শান্তভাবে বসতে দিন, এমনকি প্রকৃতির শব্দ শুনলেও মানসিক প্রশান্তি মিলবে।

২. ঘুম গুরুত্বপূর্ণ

সাফল্যের দৌড়ে অনেকে নিজের শরীরকে অবহেলা করেন। রাত জেগে কাজ করা বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর ফলে ঘুমের ঘাটতি দেখা দেয়। অথচ ঘুম শরীর ও মস্তিষ্কের পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য।সুস্থ থাকতে প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমানো আবশ্যক। নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখলে মনোযোগ, কর্মক্ষমতা ও মানসিক প্রশান্তি—সবই বৃদ্ধি পায়।

৩. যা খাবেন, গোটা খান

প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে গোটা শস্য, ফলমূল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।ফলের রসের বদলে গোটা ফল খান, আর সম্ভব হলে খোসাসহ ফল খাওয়ার চেষ্টা করুন। এতে ফাইবার, ভিটামিন ও মিনারেল শরীরে সরাসরি প্রবেশ করে, যা হজম ও রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

৪. সচল থাকুন

দৈনন্দিন ব্যস্ততায় অনেকেই দীর্ঘ সময় বসে কাটান। কিন্তু সুস্থ থাকতে শরীরকে সচল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটি।প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন, সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, কাজের ফাঁকে উঠে স্ট্রেচিং করুন। নিয়মিত শারীরিক কার্যকলাপ হৃদ্‌যন্ত্র, হাড় ও মাংসপেশির স্বাস্থ্য রক্ষা করে।

৫. টক্সিন থেকে বেঁচে থাকুন

দূষণ ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ শরীরের জন্য বিপজ্জনক। প্লাস্টিকের ব্যবহার কমান, ভালো মানের পানির ফিল্টার ব্যবহার করুন, এবং রান্নাঘরের ধোঁয়া বের হওয়ার উপযুক্ত ব্যবস্থা রাখুন।শরীর ও পরিবেশকে পরিষ্কার রাখা মানেই দীর্ঘমেয়াদে নিজের সুস্থতাকে সুরক্ষিত রাখা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত