ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

পুরুষরা ভুলেও এই পাঁচটি কাজ করবেন না

২০২৫ অক্টোবর ০৭ ১৩:১৬:৪৮

পুরুষরা ভুলেও এই পাঁচটি কাজ করবেন না

সকালের শুরুটাই ঠিক করে দেয় পুরো দিনের গতি। তাই শুধু ভালো ঘুম নয়, ঘুম থেকে ওঠার পর দিনের শুরুটা দারুণভাবে করতে পারাটাও জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সকালের শুরুটা যেমন হবে, সারাদিন তেমনভাবেই কেটে যায়। অথচ অনেক পুরুষই দিনের প্রথম ঘণ্টাগুলোতে এমন কিছু ভুল করেন যা সারাদিনের মনোযোগ, শক্তি ও মেজাজ নষ্ট করে দেয়।

চলুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পর কোন ৫টি কাজ একদমই করা উচিত নয়—

১. ঘুম ভাঙার পরই ফোন দেখা:ফোন এখন জীবনের অংশ, কিন্তু সকালের প্রথম কাজ হিসেবে স্ক্রিনে চোখ রাখা একদমই ঠিক নয়। ঘুম থেকে উঠেই ফোন দেখা মানে মস্তিষ্কে অপ্রয়োজনীয় চাপ তৈরি করা। এতে সারাদিন মাথাব্যথা, ক্লান্তি ও মনোযোগের ঘাটতি দেখা দেয়।

২. ব্রেকফাস্ট বাদ দেওয়া:ব্যস্ততা থাকলেও সকালে না খেয়ে থাকা শরীরের জন্য ভয়ংকর ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, নাস্তা না করলে গ্যাস, অ্যাসিডিটি, এমনকি দীর্ঘমেয়াদে অপুষ্টির ঝুঁকি বাড়ে। দিনের শুরুতেই একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আপনার শক্তি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

৩. দিনের পরিকল্পনা না করা:সকালের সময়টাই সবচেয়ে কার্যকর। তাই প্রতিদিনের টু-ডু লিস্ট সকালেই তৈরি করুন। কিন্তু পরিকল্পনা করে তা না মানলে দিনটি বিশৃঙ্খল হয়ে যায়। সুতরাং পরিকল্পনা করুন এবং সেটি মেনে চলুন।

৪. গোসল না করা:সকালে ঘুম থেকে উঠে গোসল না করলে শরীর ভারী লাগে, মনও অলস হয়ে পড়ে। এক গ্লাস পানি পান করে হালকা ব্যায়াম ও তারপর গোসল করলে শরীরে সতেজতা ফিরে আসে। এতে মনোযোগও বাড়ে এবং সারাদিন থাকে কর্মউদ্যম।

৫. নেতিবাচক চিন্তা করা:সকালের সময়টা মনের উপর গভীর প্রভাব ফেলে। তাই ঘুম থেকে উঠেই অতীতের ব্যর্থতা বা চিন্তা মাথায় আনবেন না। বরং কৃতজ্ঞতা ও ইতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করুন। এতে মন ভালো থাকবে, সারাদিনও যাবে দারুণভাবে।

বিশেষজ্ঞদের মতে, “সকালের প্রথম ঘণ্টা হলো দিনের নিয়ন্ত্রণের সময়। এই সময় যেভাবে কাটাবেন, দিনও তেমনভাবেই কাটবে।” তাই এখনই এই ভুলগুলো বাদ দিন, আর দেখুন পার্থক্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত