ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার

২০২৫ নভেম্বর ১৮ ১২:৪৩:৫৫

নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার

বর্তমান সপ্তাহে এশিয়ার স্বর্ণ বাজারে চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভারতে ক্রেতাদের ক্রয় আগের তুলনায় প্রায় স্তব্ধ। বিশেষ করে দীপাবলির পর স্বর্ণের দোকানে ক্রেতাদের সংখ্যা হ্রাস পেয়েছে, ফলে স্থানীয় বাজারে বিক্রেতারা ৫ মাসের মধ্যে সর্বোচ্চ ছাড় দিতে বাধ্য হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রিতে সর্বোচ্চ ৪৩ ডলার পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, যেখানে আগের সপ্তাহে সর্বোচ্চ ছাড় ছিল ১৪ ডলার। এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত।

চেন্নাইয়ের এক স্বর্ণ ব্যবসায়ী জানিয়েছেন, দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা গহনা কেনায় অনীহা প্রকাশ করছেন। গত শুক্রবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৯০০ রুপি, যা আগের সপ্তাহের তুলনায় ৬.৫ শতাংশ বেশি।

চীনের বাজারেও চাহিদা কমেছে। সেখানে প্রতি আউন্স স্বর্ণের লেনদেনে ৮ ডলার ছাড় থেকে ৪ ডলার অতিরিক্ত প্রিমিয়াম যোগ করা হয়েছে। এমকেএস পিএএমপির চীনের পরিচালক বার্নার্ড সিন জানিয়েছেন, রেকর্ড দামের কারণে ক্রেতারা কেনাকাটা স্থগিত রেখেছেন। দাম কমলে চাহিদা আবার বৃদ্ধি পাবে।

সিঙ্গাপুরে স্বর্ণের প্রিমিয়াম প্রতি আউন্সে ১.৫০ থেকে ৩.৫০ ডলার, হংকংয়ে ৫০ সেন্ট থেকে ২.৫০ ডলার এবং জাপানে স্পট দামের সমান বা সর্বোচ্চ ৫০ সেন্ট প্রিমিয়ামে লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত