ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ভারত বনাম বাংলাদেশ: ৯০ মিনিটের খেলা শেষে লস টাইমে ম্যাচ

২০২৫ নভেম্বর ১৮ ২১:৫১:৫২

ভারত বনাম বাংলাদেশ: ৯০ মিনিটের খেলা শেষে লস টাইমে ম্যাচ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের উত্তাপ ছড়ানো দ্বৈরথে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বরাবরই তীব্র—আর আজও তার ব্যতিক্রম হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের লড়াই শেষ, বর্তমানে চলছে লস টাইম; আর বাংলাদেশ এগিয়ে আছে ১–০ গোলে, ম্যাচের একমাত্র গোলদাতা শেখ মোরসালিন।

প্রথমার্ধ: মোরসালিনের গোলেই বদলে যায় ম্যাচ

ম্যাচের শুরুতে কিছুটা আধিপত্য দেখায় ভারত। বল দখলে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ পার হতে হিমশিম খেতে হয় অতিথিদের। মাঝমাঠে হামজা চৌধুরী ছিলেন দেয়ালের মতো; প্রতিটি আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করেছেন তিনি।

১২তম মিনিটেই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বাম প্রান্ত দিয়ে উঠে আসা রাকিব হোসেন দারুণভাবে বল বাড়ান বক্সের সামনে। সুযোগ পেয়ে মোরসালিন এক ধাক্কায় শট নিতে পারেননি; তবে মুহূর্তেই নিজেকে গুছিয়ে নেওয়া ডান পায়ের নিখুঁত শটে বল পাঠান জালে। ভারতীয় গোলরক্ষক কিছুই করার ছিল না—মাঠের গ্যালারি তখন উৎসবে ফেটে পড়ে।

৩৭তম মিনিটে সাদ ইসলামের থ্রু-ইন থেকে হামজার শট অল্পের জন্য বাইরে গেলে বাংলাদেশের লিড বাড়ানোর সুযোগ হাতছাড়া হয়।

দ্বিতীয়ার্ধ: আক্রমণ–প্রতিরক্ষার দারুণ লড়াই

বিরতির পর দুই দলই গোলের জন্য আক্রমণ চালালেও খেলার ধারায় আর কোনো পরিবর্তন হয়নি।ভারত সমতা ফেরানোর জন্য মরিয়া আক্রমণ তুললেও বাংলাদেশের রক্ষণভাগ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ থেকে সব বিপদ সামলেছে। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলোর কোনোটি জালে জড়াতে পারেনি স্বাগতিক দল।

এখন চলছে লস টাইম—নাটকীয়তার শেষ লড়াই

নির্ধারিত সময় শেষে ম্যাচ এখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে।১–০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তগুলোতে জয়ের সুবাস পাচ্ছে। ভারতের আক্রমণ থামাতে গোটা দল লড়াই করে যাচ্ছে।

এখন প্রশ্ন—

ভারত কি শেষ মুহূর্তে সমতায় ফিরতে পারবে?

নাকি বাংলাদেশই ধরে রাখবে এই লিড এবং তুলে নেবে স্মরণীয় এক জয়?

ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছে শেষ বাঁশির অপেক্ষায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত