ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
অসুস্থতার কারনে সিরাপ খাচ্ছেন ! অজান্তেই লিভার নষ্ট করছে এই সিরাপ
প্রতিদিন আমরা নানা ধরনের মিষ্টি খাবার, পানীয় কিংবা স্ন্যাকস খাই— অথচ জানিই না, এর ভেতরে লুকিয়ে আছে এমন এক উপাদান যা ধীরে ধীরে লিভার ধ্বংস করছে। চিকিৎসকদের মতে, এই উপাদানটি হলো হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ (High Fructose Corn Syrup বা HFCS)।
অতিরিক্ত ক্যালরি, অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক নিষ্ক্রিয়তা এখনকার প্রজন্মের বড় শত্রু। এসব কারণেই লিভার রোগের প্রকোপ ভয়াবহভাবে বাড়ছে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)–এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ প্রাপ্তবয়স্ক লিভারের রোগে আক্রান্ত হন। আর ২০২৩ সালের বৈশ্বিক পরিসংখ্যানে দেখা যায়, প্রায় ২০ লাখ মানুষ লিভারজনিত রোগে প্রাণ হারিয়েছেন।
হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ কীভাবে তৈরি হয়ভুট্টার স্টার্চ থেকে তৈরি হয় হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। এটি এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যাতে গ্লুকোজের কিছু অংশ ফ্রুক্টোজে পরিণত হয়। এর ফলে এই তরল মিষ্টি সাধারণ চিনির চেয়েও বেশি মিষ্টি এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হয়।
খাবারের স্বাদ ও স্থায়িত্ব বাড়াতে খাদ্য শিল্পে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়—
সফট ড্রিংক ও সোডা
ক্যান্ডি, কেক ও বিস্কুট
মিষ্টিযুক্ত ইয়োগার্ট
কেচাপ ও সসজাতীয় খাবার
এনার্জি ড্রিংক ও প্রক্রিয়াজাত স্ন্যাকস
অর্থাৎ আমরা না জেনেই প্রতিদিন কোনো না কোনোভাবে এই সিরাপ শরীরে নিচ্ছি।
কেন এটি লিভারের জন্য এত ক্ষতিকরচিকিৎসক ডা. অরিন্দম বিশ্বাস বলেন,
“হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদানগুলোর একটি। গ্লুকোজের মতো এটি সহজে হজম হয় না। বরং ফ্রুক্টোজ লিভারে গিয়ে ফ্যাটে রূপান্তরিত হয় এবং সময়ের সঙ্গে লিভার ফ্যাটি হয়ে পড়ে।”
তিনি আরও জানান, ফ্রুক্টোজ লিভারে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা গাউট, ইনসুলিন রেজিস্ট্যান্স ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ভয়ঙ্কর ব্যাপার হলো—আমরা প্রতিদিনই হয়তো এটি গ্রহণ করছি, অথচ বুঝতেই পারছি না কীভাবে শরীরের ক্ষতি হচ্ছে।
শরীরে এর প্রভাবগবেষণায় দেখা গেছে, নিয়মিত ফ্রুক্টোজ কর্ন সিরাপ সেবন নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD)–এর অন্যতম কারণ। অনেক সময় লিভার এই ফ্রুক্টোজকে ফ্যাটে রূপান্তর করতে না পেরে ট্রাইগ্লিসারাইড তৈরি করে, যা রক্তে জমে হৃৎপিণ্ডের ঝুঁকি বাড়ায়।
এছাড়া, ফ্রুক্টোজ লেপটিন নামের হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। ফলে খাবার পর শরীর ‘পেট ভরে গেছে’ সংকেতটি পায় না। এতে অতিরিক্ত খাবার খাওয়া হয়, ওজন বাড়ে, এবং শরীরে চর্বি জমতে থাকে—যা লিভারের ক্ষতির গতি আরও বাড়ায়।
এই সিরাপের ভয়াবহ পরিণতি
লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার তৈরি করে
ইউরিক অ্যাসিড বাড়িয়ে কিডনি ও গাউটের সমস্যা সৃষ্টি করে
ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
প্রদাহ ও স্থূলতা সৃষ্টি করে শরীরের বিপাক ক্রিয়া নষ্ট করে
চিকিৎসকদের পরামর্শ
বিশেষজ্ঞরা বলছেন,প্রক্রিয়াজাত খাবার ও চিনিযুক্ত পানীয় কমাতে হবে
খাবারের প্যাকেটে “High Fructose Corn Syrup” লেখা আছে কিনা দেখে নিতে হবে
প্রাকৃতিক চিনি ও ঘরে তৈরি খাবার গ্রহণ করতে হবে
নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও পানি পান অভ্যাস করতে হবে
আপনি হয়তো ভাবছেন, দিনে এক বোতল সোডা বা কিছু বিস্কুটে ক্ষতি কী! কিন্তু বাস্তবে, এই মিষ্টি উপাদান হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ–ই লিভারের সবচেয়ে বড় শত্রু। এটি ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে নীরব ঘাতক হিসেবে কাজ করছে। সচেতন থাকাই এখন একমাত্র প্রতিরোধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরির মূল্য জানুন
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার
- এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত
- পাল্টে গেলো সোনার দাম : ২২ ক্যারেট সোনা ও রুপার দাম জেনেনিন
- পাল্টে গেলো আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর, ২০২৫
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি
- পাল্টে গেলো সোনার দাম ; আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- একলাফে কমে গেলো সোনার দাম : আজ থেকে কম দামে মিলবে স্বর্ণ
- একলাফে কমে গেলো জ্বালানি তেলের দাম
- একলাফে কমে গেলো সোনার দাম : জেনেনিন আজকের ২২ ক্যারেট স্বর্ণের দাম
- রাতারাতি সোনার দামে বড় পরিবর্তন, সোনার নতুন দাম দেখে নিন
- এলো-মেলো হয়ে যাচ্ছে স্বর্ণের দাম : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ
- বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর পেঁয়াজের কেজি কত হলো, জেনেনিন
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার