ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

চিকিৎসকের পরামর্শ : নরমাল ডেলিভারি ও সিজার ডেলিভারি 

২০২৫ নভেম্বর ০৮ ১২:৫০:৪৬

চিকিৎসকের পরামর্শ : নরমাল ডেলিভারি ও সিজার ডেলিভারি 

বাংলাদেশে এখনও সন্তান জন্মের সময় নরমাল ডেলিভারি বনাম সিজারিয়ান ডেলিভারি নিয়ে প্রচলিত সামাজিক ধারণা ও চাপ নারীদের জন্য ভয়াবহ মানসিক ও শারীরিক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি এক পোস্টে এই বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ডা. সাবরিনা সুলতানা মিষ্টি।

তিনি বলেছেন, সন্তান জন্মের ক্ষেত্রে অন্ধভাবে “নরমাল ডেলিভারি”র প্রতি ঝোঁক অনেক সময় বিপজ্জনক হতে পারে।

সমাজের ভুল ধারণা

আমাদের সমাজে এখনও মনে করা হয়, সিজারিয়ান ডেলিভারি মানেই ব্যর্থতা, আর নরমাল ডেলিভারি মানেই গর্বের বিষয়। অথচ চিকিৎসকরা বলছেন, নরমাল বা সিজারিয়ান— কোন পদ্ধতিতে সন্তান জন্ম হবে, সেটি নির্ধারণ করা উচিত শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে, মা ও শিশুর নিরাপত্তার কথা ভেবে।

জটিলতার বাস্তব উদাহরণ

ডা. মিষ্টি জানান, সম্প্রতি এক নারী নরমাল ডেলিভারির পর গুরুতর জটিলতায় ভুগতে শুরু করেন। ডেলিভারির সময় চতুর্থ স্তরের অবস্ট্রাকশন হওয়ায় তার যোনিপথ ছিঁড়ে গিয়ে মলদ্বারের সঙ্গে যুক্ত হয়ে যায়, ফলে দেখা দেয় ভয়াবহ রেক্টো-ভ্যাজাইনাল ফিস্টুলা। এতে মলত্যাগের সময় মল যোনিপথ দিয়ে বের হচ্ছিল।

সফল অস্ত্রোপচারের মাধ্যমে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা গেলেও, এই ঘটনা প্রমাণ করে—সব নারীর ক্ষেত্রে নরমাল ডেলিভারি নিরাপদ নয়।

চিকিৎসকের সতর্কতা

ডা. সাবরিনা বলেন, “লেবার প্রক্রিয়া ঠিকভাবে না হলে বা শিশুর মুভমেন্টে সমস্যা দেখা দিলে জোর করে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা না করাই উত্তম। চিকিৎসকের নির্দেশ মেনে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।”

তিনি আরও যোগ করেন, “নারীর মাতৃত্বকে নরমাল বা সিজারিয়ান দিয়ে বিচার করা ভুল। মূল বিষয় হলো—মা ও শিশুর সুস্থতা।”

বিষয়বিবরণ
মূল আলোচ্য নরমাল বনাম সিজারিয়ান ডেলিভারি
বক্তা ডা. সাবরিনা সুলতানা মিষ্টি
মূল বার্তা সব নারীর জন্য নরমাল ডেলিভারি নিরাপদ নয়
সমস্যা উদাহরণ রেক্টো-ভ্যাজাইনাল ফিস্টুলা
করণীয় চিকিৎসকের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়া

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

স্বাস্থ্য এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত