ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

খাঁটি সোনা কিনতে যাচ্ছেন জেনে নিন পরীক্ষার সহজ কৌশল

২০২৫ অক্টোবর ২৩ ১৮:২৪:০০

খাঁটি সোনা কিনতে যাচ্ছেন জেনে নিন পরীক্ষার সহজ কৌশল

সোনার প্রতি মানুষের আকর্ষণ যুগ যুগের। দাম যতই বাড়ুক, সোনার গহনার চাহিদা কখনও কমে না। বিয়ে-শাদি, উৎসব বা বিশেষ অনুষ্ঠানে সোনার গহনা যেন অপরিহার্য একটি অলংকার। শুধু সৌন্দর্যের জন্য নয়, সম্পদ হিসেবেও সোনার গুরুত্ব অপরিসীম।

তবে অনেক সময় দোকান ছাড়াও ব্যক্তির কাছ থেকে সোনা কেনার প্রয়োজন হয়। কিন্তু তখনই প্রশ্ন ওঠে—সোনাটি আসল নাকি নকল? বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ পরীক্ষার মাধ্যমে খাঁটি সোনা চেনা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ৫টি কার্যকর উপায়—

হলমার্ক দেখে কিনুন

সোনার বিশুদ্ধতা যাচাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো হলমার্ক চিহ্ন দেখা। গহনার ভেতরের দিকে সাধারণত ১৮, ২২ বা ২৪ ক্যারেট লেখা থাকে। সংখ্যা যত বেশি, সোনার মান তত ভালো। তাই কেনার আগে হলমার্ক আছে কি না তা নিশ্চিত করুন।

নাইট্রিক অ্যাসিড পরীক্ষা

নাইট্রিক অ্যাসিড খাঁটি সোনার সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, কিন্তু মিশ্র ধাতুর সঙ্গে প্রতিক্রিয়া করে। এজন্য সোনার একটি ক্ষুদ্র অংশ ঘষে নিয়ে তাতে অ্যাসিডের এক ফোঁটা ফেলুন।রঙ অপরিবর্তিত থাকলে বুঝবেন সোনা খাঁটি।রঙ সবুজাভ হলে তাতে তামা বা ব্রোঞ্জ মিশ্রিত আছে।

পানিতে ফেলে পরীক্ষা করুন

একটি পাত্রে পানি নিয়ে সোনার গহনা ফেলুন। খাঁটি সোনা পানির তুলনায় ভারী, তাই সেটি দ্রুত নিচে ডুবে যাবে। যদি গহনা ভেসে থাকে, তাহলে বুঝতে হবে এটি নকল।

চুম্বক পরীক্ষা

খাঁটি সোনা কখনও চুম্বকে আকৃষ্ট হয় না। তাই একটি শক্তিশালী চুম্বক নিয়ে সোনার কাছে ধরুন। গহনা যদি চুম্বকে আটকে যায়, তবে সেটি মিশ্র ধাতু দিয়ে তৈরি।

ঘষে দেখে পরীক্ষা

অভিজ্ঞ স্বর্ণকাররা কষ্টিপাথরে সোনা ঘষে দেখে বিশুদ্ধতা যাচাই করেন। যদিও ঘরে এটি করা কঠিন, তবে হালকা ঘষে রঙ পরিবর্তন হলে ধরে নিতে পারেন—সোনাটি খাঁটি নয়।

বিশেষজ্ঞরা বলেন, বাজারে অনেক সময় প্রতারণার আশঙ্কা থাকে। তাই সোনা কেনার সময় শুধু দাম নয়, তার বিশুদ্ধতাও যাচাই করা জরুরি। প্রয়োজনে সরকারি অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা করে নিতে পারেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত