ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বয়স বাড়লেও ত্বক থাকবে টানটান চুল ঝলমলে, নিয়ম করুন এই ৫টি সহজ রুটিন

২০২৫ অক্টোবর ১৮ ০৯:৩৭:৫০

বয়স বাড়লেও ত্বক থাকবে টানটান চুল ঝলমলে, নিয়ম করুন এই ৫টি সহজ রুটিন

সময়কে ফিরিয়ে নেওয়া না গেলেও, তার প্রভাব কমিয়ে আনা একদমই সম্ভব। বয়স বাড়লেও ত্বক ও চুলে যদি থাকে সজীবতা, তাহলে তারুণ্য ঠিকই ধরা দেয় আয়নায়। চুল পড়া, বলিরেখা কিংবা নিস্তেজ ত্বক—এসবের পেছনে বড় ভূমিকা রাখে আমাদের প্রতিদিনের অভ্যাস। সামান্য সচেতনতা আর নিয়মিত যত্নই পারে আপনাকে রাখতে সতেজ, উজ্জ্বল আর আত্মবিশ্বাসী।

অনেকে সৌন্দর্যচর্চা শুরু করলেও, কিছুদিন পরেই ছেড়ে দেন। অথচ প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দিলেই চুল ও ত্বক থাকবে দীপ্তিময়। জেনে নিন—যে পাঁচটি সহজ অভ্যাস রাখবে আপনাকে বয়সের ছাপ থেকে অনেক দূরে।

শরীর রাখুন ভেতর থেকে আর্দ্রউজ্জ্বল ত্বকের প্রথম শর্তই হলো পর্যাপ্ত পানি পান। সারাদিনে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি খেলে ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা।দিনের শুরুতে এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর হয়, হজম ভালো থাকে এবং ত্বক হয় প্রাণবন্ত।

খাদ্যতালিকায় রাখুন সুপারফুডত্বক ও চুলের যত্নে রান্নাঘরই হতে পারে সবচেয়ে বড় সহায়ক। হলুদ, ঘি, আমলকি—এই তিনটি উপাদান প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে বিশেষ কার্যকর।রাতে ঘুমানোর আগে গরম দুধে এক চিমটি হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেলে ত্বক পায় ভিতর থেকে পুষ্টি। আর প্রতিদিনের খাবারে ১-২ চামচ ঘি রাখলে ত্বক ও চুল দুটোই থাকে কোমল ও শক্তিশালী।

ঘুমকে গুরুত্ব দিনরোজ ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম মানেই ত্বকের প্রাকৃতিক রিপেয়ার সিস্টেম সচল থাকা। ঘুম কম হলে মানসিক চাপ বাড়ে, যার প্রভাব দেখা যায় ত্বকে—কালচে দাগ, বলিরেখা ও ক্লান্ত ভাব। পর্যাপ্ত ঘুম শরীর ও মন—দুটোকেই রাখে সতেজ।

নিয়মিত শরীরচর্চা করুনপ্রতিদিন মাত্র ২০-৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীরে রক্তসঞ্চালন বাড়ায়। এর ফলে ত্বক পায় প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি। একইসঙ্গে মন থাকে চাপমুক্ত, যা ত্বক ও চুলের জন্যও উপকারী।

নিয়মিত চুলে তেল দিনচুলের গোঁড়ায় রক্তসঞ্চালন বাড়াতে সপ্তাহে অন্তত ২-৩ দিন হালকা গরম তেল দিয়ে মাসাজ করুন। নারকেল, আমন্ড বা অলিভ অয়েল চুলকে মজবুত ও ঘন করে। নিয়মিত তেল ব্যবহার চুল পড়া রোধ করে এবং রাখে উজ্জ্বলতা অক্ষুণ্ণ।

নিজেকে তরুণ ও প্রাণবন্ত রাখতে দামি প্রসাধনী নয়, দরকার নিয়মিত যত্ন ও স্বাস্থ্যকর অভ্যাস। এই পাঁচটি অভ্যাস যদি আপনার জীবনের অংশ হয়, তাহলে তারুণ্য থাকবে অনেকদিন—ভেতরেও, বাইরেও

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত