ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে খাওয়া কি জায়েজ,জেনেনিন ইসলাম কি বলে

২০২৫ অক্টোবর ১৮ ০৭:৫৯:৪০

দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে খাওয়া কি জায়েজ,জেনেনিন ইসলাম কি বলে

অনেক সময় মানুষকে দেখা যায় দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে পানি পান করতে, আবার কেউ কেউ চকোলেট, চুইংগাম বা অন্যান্য খাবারও এভাবে খায়। ইসলামে কি দাঁড়িয়ে বা হাঁটতে খাওয়া-পান করার অনুমতি আছে? বর্তমানে তো অনেক রেস্টুরেন্টেই নিয়ম করা থাকে — “দাঁড়িয়ে খেতে হবে।” এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কী?

— মতিউর রহমান, কুমিল্লা

উত্তর:দাঁড়িয়ে বা হাঁটতে খাওয়া-পান করা বিষয়ে ইসলামের নির্দেশনা মূলত সমাজের রীতি ও পরিবেশের ওপর নির্ভরশীল। যদি কোনো সমাজে দাঁড়িয়ে পানি পান করা বা হালকা খাবার খাওয়াকে অশোভন বা দোষের মনে না করা হয়, তাহলে তা সুন্নতের পরিপন্থী হবে না।

অর্থাৎ, যদি তা অশালীন বা অন্যের কাছে খারাপ না লাগে এবং ভদ্রতার সীমা লঙ্ঘন না করে, তবে দাঁড়িয়ে বা হাঁটতে খাবার গ্রহণ করা অনুমোদিত।

ইসলামী ফিকহের বিভিন্ন গ্রন্থেও এ বিষয়ে উল্লেখ রয়েছে—

তিরমিজি (হাদিস ১৮৮০),

ইনজাহুল হাজত (১/২৩৭),

হাশিয়াতুস সনদ (২/৩১০),

তাকমিলাতু ফাতহিল মুলহিম (৪/১২),

জামিউল ফাতাওয়া (১/৩৭০),

ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত (১১/৩৫০)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত