ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এক নজরে ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি

২০২৫ নভেম্বর ১৬ ০৮:১১:১৫

এক নজরে ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি

সংযুক্ত আরব আমিরাত আগামী বছরের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক ধারণা প্রকাশ করেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানের প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, চাঁদের অবস্থান ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনুযায়ী ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ, শুক্রবার পড়ার সম্ভাবনা বেশি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা যেতে পারে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায়। তবে সেদিন চাঁদ দেখা কিছুটা কঠিন হতে পারে, কারণ চাঁদের বয়স ও অবস্থান পর্যবেক্ষণের জন্য আরও পরিষ্কার আকাশ প্রয়োজন।

জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) উদযাপিত হবে—এমনটি প্রত্যাশা করছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

উল্লেখ্য, ধর্মীয় সিদ্ধান্ত হিসেবে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জ্যোতির্বিজ্ঞান শুধু সম্ভাব্য হিসাব দেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত