ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

কিয়ামতের দিন যে দোয়ার ওজন সবচেয়ে বেশি হবে

২০২৫ নভেম্বর ১৬ ১১:১৫:২৯

কিয়ামতের দিন যে দোয়ার ওজন সবচেয়ে বেশি হবে

রাসুলুল্লাহ (সা.) তাঁর সাহাবিদের অসংখ্য দোয়া ও আমল শিখিয়েছেন। অনেক দোয়া রয়েছে, যা আকারে ছোট হলেও সওয়াবের দিক থেকে অত্যন্ত ভারী। ঠিক তেমনই একটি দোয়া হলো এমন একটি যিকির, যার ওজন কিয়ামতের দিনে অত্যন্ত বেশি হবে বলে হাদিসে উল্লেখ আছে।

দোয়াটি হলো—

আরবিسُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ

উচ্চারণসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, ওয়া রিদা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি।

অর্থ“আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি—তাঁর সৃষ্টির সংখ্যার সমপরিমাণ,তাঁর সন্তুষ্টির পরিমাণ অনুযায়ী,তাঁর আরশের ওজনের সমান,এবং তাঁর বাণীগুলোর কালির পরিমাণ অনুযায়ী।”

হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন—একদিন রাসুল (সা.) উম্মুল মুমিনিন জুয়াইরিয়া (রা.)–এর ঘর থেকে বের হলেন। তিনি তখন নামাজের স্থানে বসা ছিলেন। কিছুক্ষণ পর রাসুল (সা.) ফিরে এসে দেখলেন, তিনি এখনো সেখানে বসা। আবার কিছুক্ষণ পরও একই অবস্থা দেখে তিনি বললেন, “তুমি কি এখনো এখানে?”

জুয়াইরিয়া (রা.) বললেন—হ্যাঁ। রাসুল (সা.) তখন বলেন—“আমি এখান থেকে বের হয়ে চারটি বাক্য তিনবার পাঠ করেছি। যদি এগুলোর সঙ্গে তোমার এতক্ষণ পড়া আমলের ওজন করা হয়, তাহলে আমার পড়া দোয়াটিই বেশি ভারী হবে।” এরপর তিনি উপরোক্ত দোয়াটি শিক্ষা দিলেন। (আবু দাউদ, হাদিস ১৫০৩)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত