ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

মেয়েদের চুল রং করলে কি নামাজ হবে? জেনেনিন ইসলামের নিয়ম

২০২৫ অক্টোবর ২৬ ১১:৩৮:৫৩

মেয়েদের চুল রং করলে কি নামাজ হবে? জেনেনিন ইসলামের নিয়ম

মেয়েদের মধ্যে চুল রঙ করার ব্যাপারে অনেক প্রশ্ন থাকে, বিশেষ করে নামাজে তার প্রভাব নিয়ে। ইসলামিক নিয়ম অনুযায়ী, চুলে রঙ করা যাবে কি না এবং নামাজ শুদ্ধ হবে কি না—এটি অনেকের জন্য জ্ঞাত নয়।

যদি মেয়েরা এমন কালার ব্যবহার করে যা চুলের সঙ্গে মিশে যায় এবং আলাদা কোনো প্রলেপ তৈরি করে না, তবে অজু ও গোসল শুদ্ধ হবে এবং নামাজও হবে বৈধ। তবে যদি এমন কালার ব্যবহার করা হয় যা চুলের ওপর পৃথক প্রলেপ তৈরি করে, তাহলে পানি চুলে পৌঁছাবে না। ফলে অজু বা গোসল শুদ্ধ হবে না এবং নামাজও অবৈধ হবে। কারণ ইসলামে অজুর সময় মাথার মাসাহ করা ফরজ, আর গোসলের সময়ও চুলসহ পুরো শরীর ধৌত করা ফরজ।

চুল রঙ করার ক্ষেত্রে ইসলামে বিধান অনুযায়ী কালো ছাড়া অন্যান্য রঙ ব্যবহার করা জায়েজ। মেহেদি ব্যবহার করা উত্তম এবং স্বাস্থ্যগত ক্ষতি না থাকলে আর্টিফিশিয়াল কালারও ব্যবহার করা যায়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেসব রঙ ক্ষতিকর, সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কারণ ইসলামে নিজের ক্ষতি করাও নিষিদ্ধ।

কালো রঙ ব্যবহার করা সাধারণত বয়স লুকানোর জন্য নিষিদ্ধ। হাদিসে বর্ণিত হয়েছে, যখন কেউ বয়সের কারণে চুল বা দাড়ি পেকে যায়, তখন কালো রঙ ব্যবহার করা যাবে না। তবে কারো যদি বয়স হওয়ার আগেই চুল পেকে যায় বা অসুস্থতার কারণে কালো রঙ ব্যবহার প্রয়োজন হয়, তখন তা জায়েজ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত