ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

নতুন দুই সিনেমা নিয়ে আসছেন শাকিব খান

২০২৫ অক্টোবর ০৬ ১৮:০০:৫২

নতুন দুই সিনেমা নিয়ে আসছেন শাকিব খান

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এর ব্যানারে দুটি সিনেমার জন্য সোমবার (৬ অক্টোবর) চুক্তি সম্পন্ন করেন ঢালিউডের এই তারকা।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অঞ্জন চৌধুরী।

চুক্তি স্বাক্ষর শেষে শাকিব খান বলেন,

“দেশের বাইরের মতো আমাদের দেশেও বড় উদ্যোক্তারা যদি চলচ্চিত্রে বিনিয়োগ করে, তবে ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হবে। অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান চলচ্চিত্রের প্রতি যে আন্তরিকতা দেখাচ্ছে, তা সত্যিই আশীর্বাদস্বরূপ। আশা করি অন্যরাও চলচ্চিত্রের উন্নয়নে এগিয়ে আসবে।”

প্রযোজক অঞ্জন চৌধুরী বলেন,

“শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তিনি ২৬ বছরের ক্যারিয়ারে শুধুই সিনেমাকে ভালোবেসেছেন। তার সঙ্গে আমাদের এই নতুন যাত্রা ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

জানা গেছে, সানের ব্যানারে শাকিব খানের প্রথম সিনেমা ‘সোলজার’—এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। দেশপ্রেমভিত্তিক এই সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। কাহিনীতে থাকবে আধুনিক নির্মাণ কৌশল, সংবেদনশীল গল্প ও বৃহৎ আয়োজনের ছোঁয়া।

প্রতিষ্ঠানের সঙ্গে শাকিবের দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এর আগেই ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার শাকিব খানকে নিয়ে আরও বড় আয়োজনের ইঙ্গিত দিচ্ছে প্রতিষ্ঠানটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত