ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারা–জ্যোতির দ্বন্দ্ব সরাসরি মুখোমুখি

২০২৫ নভেম্বর ১৫ ১০:৩৪:১৬

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারা–জ্যোতির দ্বন্দ্ব সরাসরি মুখোমুখি

দেশের নারী ক্রিকেটের অঙ্গনে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলমের এক সাক্ষাৎকারের পর অন্যরাও নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেছেন। জাহানারা নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু-কে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন।

এবার জাহানারার বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন জ্যোতি নিজেই। তিনি সাংবাদিকদের বলেন, জাহানারা আপু ‘মন্টি আপু’ নামের এক সহকর্মীর সঙ্গে একসঙ্গে থাকেন, খেলেন, খাওয়া–দাওয়া ও ঘোরাঘুরি করেন। জ্যোতির মতে, এটি একটি স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক—ফ্রেন্ড লাইক ফ্যামিলি—যার কোনো প্রশ্ন ওঠার বিষয় নয়।

তিনি আরও বলেন, “জাহানারা অযৌক্তিক কথা ছড়িয়ে নারী দলের সম্মান ক্ষুণ্ণ করছেন। ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি এমন তথ্য প্রকাশ করছেন যা দল ও আমার সামাজিক এবং পারিবারিক ভাবমূর্তিকে হেয় করতে পারে। আমাদের পরিবার জানে আমরা কেমন, পিংকি আপুর পরিবার জানে তিনি কেমন। কিন্তু বাইরের মানুষের চোখে আমাদেরকে নিয়ে যা ভাবা হচ্ছে, সেটি সবচেয়ে উদ্বেগের বিষয়। মূলত নারী দলকেই অসম্মানিত করছেন।”

জ্যোতির বক্তব্যে স্পষ্ট যে, তার উদ্দেশ্য হলো দলের সম্মান বজায় রাখা এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুজব ঠেকানো। নারীদের খেলোয়াড়ি জীবনে বন্ধুত্ব এবং দলের সমন্বয়কে অক্ষুণ্ণ রাখাই তার প্রধান লক্ষ্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ