ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

২০২৫ নভেম্বর ১৫ ১০:২৮:১৩

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

আজ শুক্রবার ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ভোর থেকে রাত পর্যন্ত টানটান উত্তেজনার দিন। সকাল থেকে শুরু হবে ক্রিকেটের রোমাঞ্চ, দিনভর চলবে এশিয়ার তরুণ তারকাদের লড়াই, আর রাতের দিকে ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ের হাই–ভোল্টেজ ফুটবল ম্যাচে চোখ থাকবে সরগরম।

ক্রিকেট: কলকাতা টেস্ট ও এশিয়া কাপ রাইজিং স্টারস

দুপুরের আগে ক্রিকেটপ্রেমীদের জন্য প্রধান আকর্ষণ হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই ম্যাচের দ্বিতীয় দিন শুরু হবে সকাল ১০টায় ইডেন গার্ডেন্সে। দুই দলই আজ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া, তাই টেস্টের উত্তেজনা থাকবে চরম। খেলা সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস ২–এ।

দুপুরে ক্রীড়াপ্রেমীরা দেখবেন এশিয়া কাপ রাইজিং স্টারস। আজ বাংলাদেশ ‘এ’ দল মাঠে নামছে হংকংয়ের বিপক্ষে দুপুর ১২টা ৩০ মিনিটে। তরুণ ক্রিকেটারদের দক্ষতা ও আক্রমণাত্মক খেলায় দর্শকরা পাবেন আনন্দের ঝড়। সম্প্রচার হবে টি স্পোর্টস চ্যানেলে।

ফুটবল: ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে উত্তেজনা

রাতের দিকে ফুটবলপ্রেমীরা থাকবে মাঠে, যখন ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চ শুরু হবে।

রাত ১১টা: জর্জিয়া বনাম স্পেন (সনি স্পোর্টস ২)– সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের গ্রুপে অবস্থান মজবুত করার জন্য খেলবে তেজী লড়াই।

রাত ১:৪৫ মিনিট: আরও চারটি ম্যাচ শুরু হবে একযোগে—

সুইজারল্যান্ড বনাম সুইডেন (সনি স্পোর্টস ১)

ডেনমার্ক বনাম বেলারুশ (সনি স্পোর্টস ২)

বসনিয়া বনাম রোমানিয়া (সনি স্পোর্টস ৩)

গ্রিস বনাম স্কটল্যান্ড (সনি স্পোর্টস ৫)

এই ম্যাচগুলো গ্রুপের ফলাফলে বড় পরিবর্তন আনতে পারে।

ম্যাচটুর্নামেন্টসময়চ্যানেল
ভারত–দক্ষিণ আফ্রিকা (২য় দিন) কলকাতা টেস্ট সকাল ১০টা স্টার স্পোর্টস ২
বাংলাদেশ ‘এ’–হংকং এশিয়া কাপ রাইজিং স্টারস দুপুর ১২:৩০ টি স্পোর্টস
জর্জিয়া–স্পেন বিশ্বকাপ বাছাই: ইউরোপ রাত ১১টা সনি স্পোর্টস ২
সুইজারল্যান্ড–সুইডেন বিশ্বকাপ বাছাই: ইউরোপ রাত ১:৪৫ সনি স্পোর্টস ১
ডেনমার্ক–বেলারুস বিশ্বকাপ বাছাই: ইউরোপ রাত ১:৪৫ সনি স্পোর্টস ২
বসনিয়া–রোমানিয়া বিশ্বকাপ বাছাই: ইউরোপ রাত ১:৪৫ সনি স্পোর্টস ৩
গ্রিস–স্কটল্যান্ড বিশ্বকাপ বাছাই: ইউরোপ রাত ১:৪৫ সনি স্পোর্টস ৫

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ