ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বাবর আজমের সেঞ্চুরি, ম্যাচের ফলাফল পাল্টে দিলো পাকিস্তান

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১৫ ০৮:৩৯:২৬

বাবর আজমের সেঞ্চুরি, ম্যাচের ফলাফল পাল্টে দিলো পাকিস্তান

কষ্টের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। কিন্তু রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আর কোনো জটিলতা ছিল না। ফাখার জামানের আগ্রাসী সূচনা আর অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরিকে সঙ্গী করে স্বাগতিকরা শ্রীলঙ্কাকে হারালো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এর ফলে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

শ্রীলঙ্কার ২৮৮—পাকিস্তানের সহজ জবাব

টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৮ উইকেটে ২৮৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। কিন্তু পাকিস্তানের ব্যাটারদের সামনে এই লক্ষ্য ছিল দারুণ সহজ।

জবাবে নেমে পাকিস্তান মাত্র ২ উইকেট হারিয়েই টার্গেট ঘরে তুলে নেয়।দিনের সেরা প্রদর্শন অবশ্যই বাবর আজমের—

১০২ (১১৯ বল)*

৮টি চার

ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি

এই শতকের সঙ্গে তিনি সাঈদ আনোয়ারের সঙ্গে যৌথভাবে পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন।

২০২৩ সালের পর প্রথম শতক

বাবরের ব্যাটে শতক এসেছে প্রায় ৩৫ ওয়ানডে পর।শেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের আগস্টে নেপালের বিরুদ্ধে।এরপর বারবার হাফসেঞ্চুরিতে থেমে গেছেন, কিন্তু তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি।অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে এলো প্রতীক্ষিত সেঞ্চুরি।

ফাখার–বাবর–রিজওয়ান: দুর্দান্ত ব্যাটিং ত্রয়ী

ওপেনিংয়ে নামা ফাখার জামান শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন।

৭৮ রান করে ফিরলেও দলকে এনে দেন শক্ত ভিত

সায়েম আইয়ুব করেন ৩৩ রান

বাবরকে লক্ষ্য তাড়ায় দারুণ সমর্থন দেন মোহাম্মদ রিজওয়ান,যিনি খেলেন *৫১ (৫৪ বল)**।

শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতার মূল কারণ

লঙ্কানরা দলীয়ভাবে রান তুললেও বড় ইনিংস কেউ খেলতে পারেননি।

জানিথ লিয়ানাগে — ৫৪

কামিন্দু মেন্ডিস — ৪৪

তিন অঙ্কের ইনিংস না থাকায় বড় স্কোর গড়া হয়নি।

পাকিস্তানের বোলিংয়ে হারিস–আবরারের দাপট

পাকিস্তানের বোলার—

হারিস রউফ — ৩ উইকেট

আবরার আহমেদ — ৩ উইকেট

এই জুটি শ্রীলঙ্কার রান তোলার গতি বারবার কমিয়ে দেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ