ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

“অবিশ্বাস্য! কোহলি ও বাবরকে মিলিয়ে দিল ‘৮৩’

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১৫ ০৮:৩২:৫৫

“অবিশ্বাস্য! কোহলি ও বাবরকে মিলিয়ে দিল ‘৮৩’

দীর্ঘ সময় ধরে সেঞ্চুরির জন্য তৃষ্ণার্ত ছিলেন বাবর আজম। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। রাওয়ালপিন্ডিতে তিনি খেললেন অপরাজিত ১০২ রানের দুর্দান্ত ইনিংস, যা শুধু দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়নি—তার ক্যারিয়ারের একটি কঠিন অধ্যায়েরও সমাপ্তি টেনেছে।

২৭ মাস, ৮৩ ইনিংস—শেষ হলো সেঞ্চুরিখরা

শতকহীন সময়টা ছিল দীর্ঘ—

প্রায় ২৭ মাস

মোট ৮৩ ইনিংস

৮৪তম ইনিংসে এসে অবশেষে তিন অঙ্ক ছুঁয়ে শাপমোচন করলেন পাকিস্তান অধিনায়ক।

আর এখানেই মিল মিলিয়ে যায় ভারতের ব্যাটিং মহাতারকা বিরাট কোহলির সঙ্গে।

কোহলির ৮৩ ইনিংসের সেঞ্চুরিখরা—ঐতিহাসিক মিল

বাবরের মতোই কোহলিও একসময় পার করেছিলেন ঠিক এমনই শুষ্ক সময়।২০১৯ সালের নভেম্বর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে একটি শতকও পাননি তিনি। সেই সময়ে কোহলি ব্যাট করেন ৮৩ ইনিংসে—কিন্তু তিন অঙ্কে পৌঁছাতে পারেননি একবারও।

শতকের আগে বারবার থেমে যাওয়া

বাবর—

এই খরার সময়ে ২০টি অর্ধশতক

বেশ কয়েকবার ৭০+ রানে থামা

কোহলি—

২৬টি অর্ধশতক

১২টি ইনিংসে ৭০+ করে আউট

দুজনকেই তাই ভুগতে হয়েছে একই ধরনের মানসিক চাপের মধ্যে।

অবশেষে প্রত্যাবর্তন

বাবর:

লঙ্কানদের বিপক্ষে ১১৯ বলে অপরাজিত ১০২

টেকসই ইনিংস, শটে শটে আত্মবিশ্বাস

কোহলি:

২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে

৬১ বলে অপরাজিত ১২২—টি-টোয়েন্টিতে তার প্রথম শতক

দুজনের ফেরাটা তাই অনেকটা গল্পের মতোই।

ক্রিকেট ভক্তদের মধ্যে তুলনা

বাবর বনাম কোহলি তুলনা বহুদিনের।এই ৮৩–ইনিংস মিল সেই বিতর্ককে আরও এক ধাপ উসকে দিয়েছে।

ক্রিকেটবিশ্ব এখন প্রশ্ন করছে—এবার বাবরের ব্যাট কি ফের আগের রূপে ফিরবে?তার ধারাবাহিকতা কি কোহলির মতোই জ্বলে উঠবে?

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত