ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: মিরাজের ঘূর্ণিতে ধসে গেল আয়ারল্যান্ডের প্রথম ইনিংস

২০২৫ নভেম্বর ১২ ১১:০৮:৫০

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: মিরাজের ঘূর্ণিতে ধসে গেল আয়ারল্যান্ডের প্রথম ইনিংস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে (১১ নভেম্বর ২০২৫) সফরকারীদের ইনিংস শেষ হলো ৯২.২ ওভারে ২৮৬ রানে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও আইরিশ ব্যাটাররা বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে টিকতে পারেননি।

প্রথমেই ধাক্কা খায় আয়ারল্যান্ডের টপ অর্ডার। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি শূন্য রানে ফিরলে দল চাপে পড়ে। এরপর দুই মিডল-অর্ডার ব্যাটার পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল দলকে কিছুটা এগিয়ে নেন। স্টার্লিং ৭৬ বলে ৯টি চারের সাহায্যে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন, আর কারমাইকেল করেন ১২৯ বলে ৫৯ রান।

তাদের বিদায়ের পর ইনিংসের ভার সামলান কার্টিস ক্যাম্পার (৪৪) ও লোরকান টাকার (৪১)। এছাড়া লোয়ার অর্ডারে জর্ডান নীল (৩০) ও ব্যারি ম্যাকার্থি (৩১) কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত ২৮৬ রানে গুটিয়ে যায় পুরো দল।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি ২৩ ওভারে মাত্র ৫০ রান খরচে ৩টি উইকেট শিকার করেন। মিরাজের ঘূর্ণিতে আয়ারল্যান্ডের মিডল অর্ডার একের পর এক ভেঙে পড়ে। পেস আক্রমণে হাসান মাহমুদ ২টি, নাহিদ রানা ১টি উইকেট নেন। পাশাপাশি স্পিনে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করে মিরাজকে দারুণ সঙ্গ দেন।

উইকেটরক্ষক লিটন দাস স্ট্যাম্পিংয়ে অবদান রেখে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আয়ারল্যান্ডের ইনিংস শেষ হতেই এখন ব্যাট হাতে নামবে স্বাগতিক বাংলাদেশ দল।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বোলিং আক্রমণটি ছিল একেবারেই শৃঙ্খলাপূর্ণ ও বৈচিত্র্যময়, যা আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দেয়। দ্বিতীয় দিনের বাকি সময় ও তৃতীয় দিনের সকালে বাংলাদেশের ব্যাটিং কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারে, সেটিই এখন ম্যাচের মূল আকর্ষণ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ