ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বিপিএলে যে দলের হয়ে খেলতে আসছেন মোহাম্মদ আমির, মঈন আলী ও কুশল মেন্ডিস

২০২৫ নভেম্বর ১০ ১২:২৭:৪৮

বিপিএলে যে দলের হয়ে খেলতে আসছেন মোহাম্মদ আমির, মঈন আলী ও কুশল মেন্ডিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। এছাড়া শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসও দলটির হয়ে খেলবেন।

দলের দায়িত্বের মধ্যে রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, যিনি আসরের মাঝপথ থেকে খেলবেন। তার সঙ্গে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইও যুক্ত হবেন। ওমরজাই ইতিমধ্যেই বিপিএলের তিনটি আসরে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন, এবার তিনি চতুর্থবারের মতো আসছেন। মঈন এবং আমিরও বিপিএলের পরিচিত মুখ, কিন্তু মেন্ডিস প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ সিলেট টাইটান্সের হয়ে খেলবেন। ড্রাফটের আগে সরাসরি চুক্তির মাধ্যমে তাদের দুজনকেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত তিন আসরে সিলেট স্ট্রাইকার্সের অংশগ্রহণ থাকলেও, এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেনি তারা। বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের পরিচালনা করে আসছে ‘ক্রিকেট উইথ সামি’। সঠিক যাচাই-বাছাই, অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য মানদণ্ড পূরণ করার পর এই প্রতিষ্ঠান সিলেট টাইটান্সের মালিকানা পেয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ