ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সোহানের ৮ ছক্কায় শেষ হলো দ:আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচ

২০২৫ নভেম্বর ০৯ ১২:০৫:০৭

সোহানের ৮ ছক্কায় শেষ হলো দ:আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচ

রোববার হংকং সিক্সেসে প্লেট সেমি-ফাইনালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২৫ রানে হারিয়েছে। মং কংয়ের মিশন রোড মাঠে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১২৫ রানে থামিয়ে প্রোটিয়াদেরকে হারিয়ে প্লেট ফাইনালে জায়গা করে নেয়।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৪টি ছক্কা মারেন সোহান। পরের ওভারে জিসান আলমের ব্যাট থেকেও আসে ৪টি ছক্কা। সোহান মাত্র ১৩ বলে ১ চারের সঙ্গে ৮ ছক্কায় ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যান। জিসান ৭ বলে ২৪ রান করে রান আউট হন। পরে শেষ দিকে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত ৮ বলে ২৭ রান যোগ করেন, যেখানে রয়েছে ৩ চার ও ২ ছক্কা।

দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে গিয়ে প্রথম ১৫ বলে ৫৯ রান করে ৩ উইকেট হারায়। আব্দুল্লাহ বায়ুমি ১০ বলে ৩৮ রান করে ফেরেন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষের ২০ বলে প্রোটিয়ারা মাত্র ৪৪ রান করতে সক্ষম হয়।

বাংলাদেশের বোলিং স্টার ছিলেন আবু হায়দার রনি ও জিসান আলম। দুই ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন রনি। জিসান ১ ওভারে ১৫ রানে ২ উইকেট নেন। এই দারুণ পারফরম্যান্সে বাংলাদেশ প্লেট ফাইনালে পৌঁছেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে হংকং।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ