ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

অধিনায়ক হয়ে ফিরলেন সাকিব

২০২৫ নভেম্বর ০৮ ১৮:০১:২২

অধিনায়ক হয়ে ফিরলেন সাকিব

এবারের আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

রয়েল চ্যাম্পস নতুন দল হিসেবে এবার গড়ে তুলেছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের এক ভারসাম্যপূর্ণ স্কোয়াড। দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব

নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন—

“রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব এবং দর্শকদের উপহার দেব রোমাঞ্চকর একটি মৌসুম। নতুন দল হিসেবে আমাদের শক্তি ও উদ্যম অসাধারণ।”

কোচ ও ম্যানেজমেন্টের প্রত্যাশা

দলের প্রধান কোচ স্যার কোর্টনি ওয়ালশ বলেন—

“আমরা এমন একটি সুষম দল গড়েছি যা টি-টেন লিগের দ্রুত গতির খেলার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের দায়িত্ব সম্পর্কে দারুণ সচেতন, যা মৌসুমে আমাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”

রয়েল চ্যাম্পসের প্রধান নির্বাহী রাজশ্রী শেটে বলেন—

“আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা, একতা ও সংকল্পের প্রতিফলন ঘটাবে। দলের উদ্যম ও মনোবল আশাব্যঞ্জক। আমরা বিশ্বাস করি রয়েল চ্যাম্পস মাঠে এমন পারফরম্যান্স দেখাবে যা আমাদের সাফল্যের ভিশনকে প্রতিফলিত করবে।”

গত আসরে সাকিবের পারফরম্যান্স

টি-টেনের গত আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সাত ম্যাচে তিনি ৫ উইকেট নেন এবং চার ইনিংসে করেন ৬৩ রান। এবারের আসরে রয়েল চ্যাম্পসের নেতৃত্বে নতুনভাবে শুরু করতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ