ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বড় চমক: কোচ হয়ে ফিরছেন ইমরুল কায়েস

২০২৫ নভেম্বর ০৮ ১৭:০৯:৫২

বড় চমক: কোচ হয়ে ফিরছেন ইমরুল কায়েস

বিপিএল ২০২৬ আসরকে সামনে রেখে নতুন উদ্যমে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে সিলেট টাইটান্স। দলে এবার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার ইমরুল কায়েস।

বহু বছর ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ইমরুল এবার একদম নতুন ভূমিকায় দেখা দেবেন — ব্যাটিং কোচ হিসেবে।

সিলেট টাইটান্সের কোচিং স্টাফে নতুন রদবদল

বিপিএলের নতুন আসর সামনে রেখে সিলেট টাইটান্স পুরো কোচিং প্যানেলেই এনেছে বড় পরিবর্তন।দলটির পক্ষ থেকে শনিবার (৮ নভেম্বর) নিশ্চিত করা হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম।

ভূমিকানাম
প্রধান কোচ সোহেল ইসলাম
ব্যাটিং কোচ ইমরুল কায়েস
পেস বোলিং কোচ সৈয়দ রাসেল
ফিল্ডিং কোচ কিমস্লে রব

মিরাজের কাঁধে নেতৃত্ব, ইমরুলের হাতে দায়িত্ব

এর আগে দলটি দুই তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে।ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বও এবার মিরাজের কাঁধে তুলে দেওয়া হয়েছে।অর্থাৎ, মাঠে নেতৃত্ব দেবেন মিরাজ, আর ব্যাটিং দিক থেকে নির্দেশনা দেবেন ইমরুল কায়েস।

দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, “ইমরুলের অভিজ্ঞতা তরুণ ব্যাটারদের উন্নত করতে বড় ভূমিকা রাখবে। তিনি নিজে ঘরোয়া ক্রিকেটে যে মানসিক দৃঢ়তা দেখিয়েছেন, সেটাই এখন তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন।”

নতুন উদ্যমে সিলেট টাইটান্স

বিপিএলের আগের আসরে মাঝারি পারফরম্যান্স দেখানো সিলেট টাইটান্স এবার নতুন পরিকল্পনায় মাঠে নামতে চায়।দলের মূল লক্ষ্য— অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক স্কোয়াড তৈরি করা।

ইমরুল কায়েসের কোচিং অধ্যায়ের সূচনাকে ঘিরে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।বিপিএলের ২০২৬ আসর শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহে, আর তার আগে দলগুলো স্কোয়াড চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ