ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, জরিমানার টাকা নিয়েই গায়েব স্থানীয় নেতা

২০২৫ অক্টোবর ২১ ১৭:৫০:৪০

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, জরিমানার টাকা নিয়েই গায়েব স্থানীয় নেতা

ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্থানীয় সালিস-বৈঠকে মীমাংসা করা হয়েছে। তবে সালিসে নির্ধারিত পাঁচ লাখ টাকা জরিমানা নিয়ে লাপাত্তা হয়েছেন এক তরুণ দল নেতা।

ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের চর ডাউটিয়া দক্ষিণপাড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সাবেক ইউপি সদস্য আতাহার আলী (৬৫), যিনি ওই স্কুলছাত্রীর প্রতিবেশী।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আতাহার আলী। বিষয়টি প্রকাশ হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর শুক্রবার ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করতে গেলে উপজেলা তরুণ দলের সভাপতি ও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির মধ্যস্থতার আশ্বাস দেন। তার উদ্যোগে রবিবার গ্রাম্য সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আতাহার আলীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। উপস্থিতদের দাবি, এই টাকা মনিরুজ্জামান মনির নিজের কাছে রেখে দেন। কিন্তু পরবর্তীতে সেই টাকা ভুক্তভোগী পরিবারে পৌঁছানোর আগেই তিনি গায়েব হয়ে যান।

অভিযুক্ত আতাহার আলী বলেন,

“আমি তিন লাখ টাকা মনিরুজ্জামান মনিরের হাতে দিয়েছি, আর স্থানীয় মাতব্বর আব্দুল হালিমের কাছে বাকি দুই লাখ জমা আছে।”

তবে মনিরুজ্জামান মনিরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বলেন,

“ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যাই, কিন্তু বাদীকে পাওয়া যায়নি। শুনেছি স্থানীয়ভাবে সালিসে অভিযুক্তকে জরিমানা করা হয়েছে।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,

“ধর্ষণ বা ধর্ষণচেষ্টা কোনোভাবেই স্থানীয়ভাবে আপসযোগ্য অপরাধ নয়। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ