ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

টর্চের আলোয় মাঝ রাতের সংঘর্ষ, দুই গ্রাম সংঘর্ষে আহত অন্তত ৩০

২০২৫ অক্টোবর ১৮ ০২:০৫:১৩

টর্চের আলোয় মাঝ রাতের সংঘর্ষ, দুই গ্রাম সংঘর্ষে আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অন্ধকার রাত হঠাৎই রণক্ষেত্রে পরিণত হয়। চারপাশে নিরবতা ভাঙে মানুষের চিৎকার, লাঠি আর দার আঘাতের শব্দে। টর্চের আলোয় ঝলমল করে উভয় গ্রামবাসীর মুখ, হাত এবং অস্ত্র, আর ঘণ্টার পর ঘণ্টা চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

ঘটনা ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) হাওলাপাড়া ও ছোট দেওয়ানপাড়া গ্রামে। হাওলাপাড়ার যুবক তাইম তার কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে গেলে সেখানে উপস্থিত হন ছোট দেওয়ানপাড়ার শাকিল, শিপন ও তাদের সঙ্গীরা। হঠাৎই শুরু হয় তর্ক, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। মার খেয়ে তাইম ও তার বন্ধুরা ফিরে আসে নিজ গ্রামে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে। স্থানীয়রা লাঠি, টেঁটা এবং টর্চ প্রস্তুত করতে থাকে। রাত দশটার দিকে অন্ধকারে টর্চের আলো জ্বেলে দুই দিক থেকে মানুষ এগিয়ে আসে। মুহূর্তের মধ্যেই শুরু হয় সংঘর্ষ—চিৎকার, দৌড়, ইটপাটকেল আর গালাগালি। নারীরা দরজা জানালা বন্ধ করে আশ্রয় নেন।

উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। কেউ মাথায়, কেউ হাতে বা শরীরে গভীর ক্ষত নিয়ে মাটিতে পড়ে। খবর পেয়ে সরাইল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন জানিয়েছেন, “সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত