ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ ভারত বনাম শ্রীলঙ্কা: কোথায়, কখন ও কীভাবে লাইভ দেখবেন সুপার ফোরের লড়াই

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১১:৩৫:৩৬

আজ ভারত বনাম শ্রীলঙ্কা: কোথায়, কখন ও কীভাবে লাইভ দেখবেন সুপার ফোরের লড়াই

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর দল ভারত। দলে রয়েছে র‌্যাঙ্কিং শীর্ষস্থানীয় ব্যাটার, বোলার ও অলরাউন্ডাররা। তবুও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছু ঘাটতি কাটিয়ে ওঠা এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। তাই এশিয়া কাপের সুপার ফোরে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করলেও আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মবিশ্বাস বাড়ানোর এক দারুণ সুযোগ।

ভারতের নিখুঁত যাত্রা, তবু প্রশ্ন রয়ে গেছে

এশিয়া কাপে এখনও অপরাজিত ভারত ফাইনালে পা রেখেছে সবার আগে। তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, টিম ইন্ডিয়ার যাত্রা নিখুঁত নয়। ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস তাদের বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। কোচ-অধিনায়ক চান, শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচেই এসব ভুল শুধরে আত্মবিশ্বাস আরও উঁচুতে নিয়ে যেতে।

শ্রীলঙ্কার জন্য সম্মানের লড়াই

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করলেও সুপার ফোরে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচ তাদের জন্য সম্মানের লড়াই। টুর্নামেন্ট শেষ করার আগে বিশ্বের এক নম্বর দলকে হারিয়ে সম্মানজনক বিদায় চাইবে লঙ্কানরা।

ম্যাচের সময়, ভেন্যু ও সম্প্রচার

এশিয়া কাপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত ৮টা (টস সন্ধ্যা ৭:৩০) এবং বাংলাদেশ সময় রাত ৮:৩০-এ শুরু হবে খেলা।

সম্প্রচার:

ভারত: সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লিভ অ্যাপে লাইভ

বাংলাদেশ: টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি সম্প্রচার

এক নজরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ

ম্যাচ: এশিয়া কাপ (সুপার ফোর) ভারত বনাম শ্রীলঙ্কা

ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সময় (ভারত): রাত ৮টা (টস: ৭:৩০)

সময় (বাংলাদেশ): রাত ৮:৩০

সম্প্রচার (ভারত): সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি লিভ

সম্প্রচার (বাংলাদেশ): টি স্পোর্টস, নাগরিক টিভি

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ