ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল:যে আমলগুলোতে ৮০ বছরের গুনাহ মাফ হয়

২০২৫ সেপ্টেম্বর ১২ ০৯:৫৭:৪৮

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল:যে আমলগুলোতে ৮০ বছরের গুনাহ মাফ হয়

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইসলাম বিষয়ক ডেস্ক) – ইসলামের দৃষ্টিতে জুমা ও জুমাবারের দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমা সাপ্তাহিক ঈদ হিসেবে স্বীকৃত এবং এ দিনের সওয়াব ঈদুল ফিতর ও ঈদুল আজহার সমান মর্যাদা পায়।

পবিত্র কুরআনে ‘জুমা’ নামে একটি সূরা রয়েছে। সেখানে আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ! যখন জুমার নামাজের আহ্বান দেয়া হয়, তখন মসজিদে চলে যাও এবং বেচা-কেনাসহ দুনিয়ার কাজকর্ম ছেড়ে দাও; এতে তোমাদের জন্য কল্যাণ আছে। (সূরা জুমা- ৯)

রাসুল (সা.) বলেন, জুমার দিন মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন। (ইবনে মাজাহ, হাদিস ১০৯৮) এছাড়া, হাদিসে উল্লেখ আছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমা সর্বোত্তম। এই দিনে হজরত আদম (আ.) সৃষ্টি, জান্নাতে প্রবেশ ও জান্নাত থেকে বের করা হয়। কিয়ামতও এই দিনে ঘটবে। (মুসলিম শরিফ, হাদিস ৮৫৪)

জুমার দিনের বিশেষ আমল:

জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। রাসুল (সা.) বলেন, যারা দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর ১০টি রহমত নাযিল করবেন। (আবু দাউদ, হাদিস ১০৪৭; তিরমিজি)

জুমার দিনে নামাজের বিশেষ সময় আছে, যেটিতে মুসলিমের দোয়া কবুল হয়। (বুখারি, হাদিস ৬৪০০)

জুমার দিনকে কাজে লাগিয়ে নামাজ, দোয়া ও দরুদ পাঠের মাধ্যমে কল্যাণ অর্জন করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত