| ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

হাথুরুর মত বাংলাদেশ দলে যে স্বাধীনতা পাচ্ছে নতুন কোচ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ আগস্ট ১১ ১১:৩৪:৩১
হাথুরুর মত বাংলাদেশ দলে যে স্বাধীনতা পাচ্ছে নতুন কোচ

বাংলাদেশের ক্রিকেটে এই প্রবণতা আবার একটু বেশিই। বর্তমান শ্রীলঙ্কান কোচ ও সাবেক বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে কোচের পাশাপাশি নির্বাচকের ভূমিকাও পালন করতেন। এটি অবশ্য হয়েছিল হাথুরুসিংহের ইচ্ছাতেই। আর তাই বাংলাদেশ থেকে ‘লোভনীয় প্রস্তাব’ পেয়ে নিজ দেশে গিয়েই হাথুরুসিংহে ফলিয়েছেন একই থিয়োরি।

তবে সাবেক এই লঙ্কান ক্রিকেটার নন, খবরের শিরোনাম এখন স্টিভ রোডস। আর তার কারণ, হাথুরুসিংহের মত তিনিও পাচ্ছেন দল নির্বাচনে ভূমিকা রাখার অধিকার। অর্থাৎ, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান কোচের ভূমিকাও থাকছে নির্বাচক হিসেবে।

২০১৬ সালে প্রথম দল হিসেবে দ্বিস্তরভিত্তিক নির্বাচক প্যানেল গঠন করে বিসিবি। প্রথম স্তরের প্যানেলে প্রধান নির্বাচককে নিয়ে দুই নির্বাচক তো রয়েছেন, দ্বিতীয় স্তরে দলের ম্যানেজার আর কোচের সাথে ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। কোচ বদলে নতুন মুখ এলেও বিসিবি ভরসা রাখছেন সেই ব্যবস্থাতেই।

এ প্রসঙ্গে নিশ্চিত করেছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আগে যা ছিল, সেই পদ্ধতিই থাকছে। নির্বাচন পদ্ধতি যা ছিল, একটা কমিটি থাকবে যেটির প্রধান থাকবেন ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান। পাশাপাশি কোচ, ম্যানেজার এবং নির্বাচকদের কম্বিনেশনে হবে।’

তবে একাদশ সাজাতে বড় ভূমিকা থাকে অধিনায়কেরও! এমন কথায় বিশ্বাস করা সমর্থকদের জন্য হয়ে উঠতে পারে কষ্টসাধ্য। তবে বোর্ড সভাপতির দাবি এমনই।

তিনি বলেন, ‘এখানে মনে রাখতে হবে, কোন ধরণের খেলা, কী ধরণের পিচ, কেমন কন্ডিশনে খেলা হবে, এসব কোচ বলে দেবে। নির্বাচকরা তার পর দল নির্বাচন করে পাঠাবে। চূড়ান্ত একাদশ কিন্তু অধিনায়কের। ওখানে নির্বাচক বা আমাদের কিছু বলার নেই। সেরা একাদশ মূলত অধিনায়ক আর কোচ ঠিক করবেন।’

ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের যে বোলার কে চায় ভারত

বিশ্বকাপে বাংলাদেশের যে বোলার কে চায় ভারত

বাংলাদেশি ভক্তরা নিশ্চয়ই হরমনপ্রীত কৌরকে মনে রেখেছেন। মাঠের ম্যাচে বাংলাদেশকে সামলাতে না পেরে বাংলাদেশ আম্পায়ারদের ...

সাইফউদ্দিনের বলে গতি কম তাই বাদ পড়েছেন, শান্ত

সাইফউদ্দিনের বলে গতি কম তাই বাদ পড়েছেন, শান্ত

এই সকালটা ভিন্ন তাসকিন আহমেদের জন্য প্রথমবারের মত সহঃ অধিনায়কের গুরুদায়িত্ব সঙ্গে নিজের ইনজুরি নিয়েও ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

জুনের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের অনুষ্ঠানটি শুধু ...



রে