| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশের যে বোলার কে চায় ভারত

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ মে ১৫ ১৩:৫৫:৪৮
বিশ্বকাপে বাংলাদেশের যে বোলার কে চায় ভারত

বাংলাদেশি ভক্তরা নিশ্চয়ই হরমনপ্রীত কৌরকে মনে রেখেছেন। মাঠের ম্যাচে বাংলাদেশকে সামলাতে না পেরে বাংলাদেশ আম্পায়ারদের দিকে আঙুল তোলেন তিনি। এমনকি বিসিবি ও বাংলাদেশ অধিনায়ককেও অপমানজনক আচরণ করা হয়। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া নিষেধাজ্ঞাও ভোগ করতে হয় তাকে। সময়ে ফিরে গিয়ে, হরমনপ্রীত এখন বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী।

অন্তত, বাংলাদেশি পেসার মারুফা আখতার ভারতীয় অধিনায়ককে খুব পছন্দ করেন। অভিজ্ঞতা বা শক্তির বিচারে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে। সুযোগ-সুবিধা ও মেধার দিক থেকে এটি এগিয়ে। কিন্তু ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত যদি তার দলে একজন বাংলাদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার সুযোগ পেতেন, তাহলে তিনি ক্রিকেটার মারুভা আখতারকে অন্তর্ভুক্ত করতে পছন্দ করতেন। তরুণ এই পেসার বল হাতে যেমন আগ্রাসী, তেমনি ধারাবাহিক।

ভারতের বিপক্ষেও আছে তার নজরকাড়া সাফল্য। হারমানপ্রিত কাছ থেকে দেখেছেন মারুফা কতটা ভয়ঙ্কর পেসার। তাই আইসিসির প্রশ্নের জবাবে জানালেন, যদি একজন বাংলাদেশি ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সুযোগ হত তাহলে মারুফাকেই নিতে চাইতেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দল থেকে আমি নিতে চাই মারুফা আক্তারকে। আমার কাছে সে অনেক প্রতিভাবান একজন ক্রিকেটার।

আমার মনে হয় সে আমাদের দলে থাকলে আমাদের অনেক সাফল্য এনে দিতে পারবে।’ চারদিকে এখন বাজছে পুরুষদের টি-২০ বিশ্বকাপের দামামা। আর এই বিশ্বকাপের পর মাঠে গড়াবে নারীদের টি-২০ বিশ্বকাপ। সেই আসরের আয়োজক আবার বাংলাদেশ, পুরো আসর হবে ঢাকা ও সিলেটে। হারমানপ্রিত ক’দিন আগেই দলবল নিয়ে এসেছিলেন বাংলাদেশ সফরে, জিতেছেন পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সবগুলো। বিশ্বকাপেও বাংলাদেশকে হারানোর প্রত্যয় তার, যদিও মানছেন কন্ডিশন ও দর্শক সমর্থন থাকবে বাংলাদেশের পক্ষে। তিনি বলেন, ‘বাংলাদেশ হোম টিম, তারা এই কন্ডিশন আমাদের চেয়ে ভালো জানে।

দর্শক সমর্থনও তাদের পক্ষে থাকবে। তাদের বিপক্ষে খেলা সবসময়ই রোমাঞ্চকর। আশা করছি তাদের বিপক্ষে আমরা ভালোই খেলব।’ বিশ্বকাপে কোন চার দল উঠবে সেমিফাইনালে, সেই প্রেডিকশনও করেছেন এই তারকা ক্রিকেটার। সেখানে নিজেদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নারী দলকে এগিয়ে রেখেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button