| ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ফোরজি চালু না হলেও ফাইভজি নিয়ে ভাবছে টেলিটক

২০১৮ এপ্রিল ০২ ২২:০৭:৫৮
ফোরজি চালু না হলেও ফাইভজি নিয়ে ভাবছে টেলিটক

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম যুগান্তর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফোরজি সেবা চালুর পর টেলিটক সবার আগে যেন ফাইভজি চালু করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এখনই প্রস্তুতি নিতে বলেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। ফলে আগে থেকে সব ধরণের প্রস্তুতি নিয়ে দেশে সবার আগে ফাইভজি নিয়ে আসতে চায় টেলিটক।

সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং কাজী ফিরোজ রশীদ। বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারও অংশ নেন।

বৈঠকে জানানো হয়, টেলিটকের নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় শহরে ফোরজি সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসে ফোরজি সেবা চালু করা যাবে বলে আশা প্রকাশ করেছে টেলিটক কর্তৃপক্ষ।

এর আগে গত মার্চ মাসে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বিটিআরসিকে এক নির্দেশনায় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে পঞ্চম প্রজন্মের (ফাইভজি) টেলিযোগাযোগ সেবা চালুর প্রস্তুতি নিতে হবে। ফোরজি সেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশ পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছিল। কিন্তু ফাইভজি চালুর ক্ষেত্রে বাংলাদেশকে আর পিছিয়ে পড়া যাবে না।’

গত ফেব্রুয়ারিতে বেশ ঢাক-ঢোল পিটিয়ে দেশে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা ফোরজি চালু হয়। সেবাটি চালু হলেও গ্রাহক পর্যায়ে ফোরজি নিয়ে রয়েছে নানা অভিযোগ। সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, ‘থ্রি-জিই পাইনা ঠিকমতো আবার ফোরজি।’ গ্রাহকরা ইন্টারনেট সেবার দাম কমিয়ে নেটের স্পিড ও নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি জানিয়েছেন।

ক্রিকেট

বৃষ্টির কারণে না হতে পারে ব্যাঙ্গালোর ও চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ, কোয়ালিফাই করবে কোন টিম

বৃষ্টির কারণে না হতে পারে ব্যাঙ্গালোর ও চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ, কোয়ালিফাই করবে কোন টিম

যদি বৃষ্টির জন্য না হয় সিএসকে আরসিবির ম্যাচ তাহলে কীভাবে হবে, প্লে অফের সব থেকে ...

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ। স্বাগতিক দেশের বিপক্ষে এই ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকা প্রকাশ, শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকা প্রকাশ, শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়

আবারও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে। চতুর্থবারের মতো সর্বোচ্চ ...



রে