ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা: রায়ের আগে বাড়ছে উত্তেজনা

২০২৫ নভেম্বর ১৫ ০৮:০০:১২

বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা: রায়ের আগে বাড়ছে উত্তেজনা

গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মুখোমুখি হলেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি–র। দীর্ঘ নীরবতার পরে ইমেইলের মাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকারকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করছেন, বিশেষ করে যখন তার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী মামলার রায় আগামী সোমবার ঘোষণা হওয়ার কথা।

বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন এই ইমেইল সাক্ষাৎকারটি নিয়েছেন। গণমাধ্যমটি জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার সঙ্গে এটাই তাদের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, এএফপি এবং দ্য ইনডিপেনডেন্ট একইভাবে ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করেছিল। এবার বিবিসির সাক্ষাৎকার প্রকাশ পাওয়ায় বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ বা উসকানিমূলক মন্তব্য—এসব কিছু প্রচার বা পুনঃপ্রচার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে।

রায় ঘোষণার মাত্র কয়েক দিন আগে সাক্ষাৎকারটি প্রকাশ পাওয়ায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশ–বিদেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, আগামী সোমবারের রায়কে ঘিরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত