ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায় নিয়ে যা বললো জাতিসংঘ

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১৮ ০৮:২০:৩০

শেখ হাসিনার রায় নিয়ে যা বললো জাতিসংঘ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে বলেন, সংস্থাটি যেকোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের কঠোর বিরোধিতা করে এবং এই রায় তাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

রাভিনা শামদাসানি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায়টি গত বছরের বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত হলেও, বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক মান পূরণ করেছে কি না—তা নিশ্চিত হওয়া জরুরি। বিশেষত এই বিচার অনুষ্ঠিত হয়েছে আসামিদের অনুপস্থিতিতে (in absentia), যা আরও সতর্কতার দাবি রাখে।

তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তার পর থেকেই সংস্থাটি দায়ী ব্যক্তিদের—বিশেষত ক্ষমতাসীন অবস্থানে থাকা ব্যক্তিদের—বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়েও জাতিসংঘ জোর দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ চায় বাংলাদেশের বিচার ও জবাবদিহির প্রক্রিয়া আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হোক, যাতে সত্য উদ্ঘাটন ও পুনর্মিলনের পথ সুগম হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ একটি সামগ্রিক মানবাধিকার-ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন প্রতিরোধে সক্ষম হবে।

সবশেষে ভোলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং প্রতিক্রিয়ায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত