ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

২৮ নেতাকে সুখবর দিল বিএনপি

২০২৫ নভেম্বর ১৭ ২১:৩৯:১৭

২৮ নেতাকে সুখবর দিল বিএনপি

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ নভেম্বর) জানানো হয়েছে, সারা দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার বা স্থগিত থাকা ২৮ নেতার পদ এবং প্রাথমিক সদস্যপদ পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যাহার করা নেতাদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান, প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, সাধারণ সদস্য আনোয়ার সরকার, মো. মনির হোসেন (মাটি মুনির) সহ বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, তবে তাঁর পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)-এর স্থগিতাদেশও বাতিল করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সকল আবেদন পর্যালোচনার পর নেতাদের পুনর্বহাল করা হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই পদক্ষেপকে দলের শৃঙ্খলা পুনর্গঠন এবং নীতি-আদর্শের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ