ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে চায় ইতালি

২০২৫ অক্টোবর ১৮ ১৯:১৭:০৫

বাংলাদেশে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে চায় ইতালি

বাংলাদেশে অগ্নিকাণ্ডসহ দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে নেতৃত্ব দেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতিদোসি।

বৈঠকে অগ্নিকাণ্ডের তদন্ত সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, অর্থপাচার ও সাইবার অপরাধ দমনসহ নানান ইস্যুতে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় দেশ যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ অভিযান পরিচালনার বিষয়ে একমত হয়। এছাড়া মানবপাচার রোধে যৌথ টাস্কফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আর্থিক অপরাধ দমন, সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম ও প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন নিয়েও গুরুত্ব দেওয়া হয়। ফরেনসিক তদন্ত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অপরাধ তদন্তে নতুন দিগন্ত উন্মোচনের ওপর জোর দেওয়া হয়।

সবশেষে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ অংশীদারিত্বকে ‘নিরাপত্তা সহযোগিতার এক নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত