ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বেতন বন্ধ হচ্ছে ২৪৫ প্রতিষ্ঠান প্রধানের

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৭:৩৯:৫৯

বেতন বন্ধ হচ্ছে ২৪৫ প্রতিষ্ঠান প্রধানের

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দেওয়ার কারণে বিপাকে পড়েছেন দেশের ২৪৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, ভুল চাহিদা দেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সূত্র বলছে, সর্বোচ্চ তিন মাস পর্যন্ত এমপিও বন্ধ হতে পারে এসব প্রতিষ্ঠানের প্রধানদের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত হতে পারে। তবে কতজনের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।”

এর আগে এনটিআরসিএ জানায়, ৪০১টি শূন্যপদের জন্য ভুল তথ্য দিয়েছেন ২৪৫ প্রতিষ্ঠানপ্রধান ও গভর্নিং বডির সদস্যরা। ফলে অনলাইনে আবেদন করা অনেক প্রার্থী বিড়ম্বনায় পড়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, শূন্যপদের যাচাই-বাছাই সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত