ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে চূড়ান্ত রায় ঘোষণা হাইকোর্ট

২০২৫ নভেম্বর ০৪ ১১:০৬:২২

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে চূড়ান্ত রায় ঘোষণা হাইকোর্ট

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) যে সিদ্ধান্ত নিয়েছিল, তাকে বেআইনি ও আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩ নভেম্বর) এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এই গুরুত্বপূর্ণ রায় দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ডিপিই-কে এখন ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে দ্রুত বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে পরীক্ষার আয়োজন করতে হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ ঢাকা পোস্টকে এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনি লড়াই ও রুল অ্যাবসলিউট

এই মামলার পটভূমি ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাইয়ের একটি স্মারক। ওই স্মারকে জানানো হয়েছিল, শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

ডিপিই'র এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেনসহ ৪২ জন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি সম্প্রতি হাইকোর্টে একটি রিট দায়ের করেন।

আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ জানান, রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট ওই বিতর্কিত স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন। রুলে মূলত দুটি বিষয় জানতে চাওয়া হয়েছিল—এক, ১৭ জুলাইয়ের ওই স্মারক কেন অবৈধ ঘোষণা করা হবে না; দুই, কেন ২০০৮ সালের নীতির ভিত্তিতে বৃত্তি পরীক্ষার আয়োজনের নির্দেশ দেওয়া হবে না। চূড়ান্ত শুনানির পর সোমবার আদালত রুলটিকে ‘যথার্থ’ (রুল অ্যাবসলিউট) ঘোষণা করে বেসরকারি শিক্ষার্থীদের অধিকার পুনর্বহাল করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শাহারিয়ার শাকিল/

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত