ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

স্কুল ভর্তিতে লটারি না পরীক্ষা, আজ চূড়ান্ত সিদ্ধান্ত; মুখোমুখি শিক্ষক-অভিভাবকরা

২০২৫ অক্টোবর ২৯ ১৩:০০:২৬

স্কুল ভর্তিতে লটারি না পরীক্ষা, আজ চূড়ান্ত সিদ্ধান্ত; মুখোমুখি শিক্ষক-অভিভাবকরা

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি কী হবে—ডিজিটাল লটারি নাকি ভর্তি পরীক্ষার ভিত্তিতে, সেই বিষয়ে তীব্র আলোচনার মধ্যেই আজ বুধবার (২৯ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এই বৈঠকেই ভর্তি পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক ঐক্য ফোরাম এই ইস্যুতে মুখোমুখি অবস্থান নেওয়ায় চলমান বিভ্রান্তি ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত: মাউশি

আগামী শিক্ষাবর্ষে স্কুল ভর্তি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, “লটারি পদ্ধতি থাকবে নাকি ভর্তি পরীক্ষা ফিরবে সে বিষয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শিক্ষকরা চান ভর্তি পরীক্ষা পুনর্বহাল

এর আগে, গত সোমবার (২৭ অক্টোবর) দেশের সরকারি স্কুলের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের কাছে লিখিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।

আবেদনে শিক্ষকরা বলেছেন, শিক্ষার্থীর ভবিষ্যৎ ও অভিভাবকের উৎকণ্ঠা লাঘবে মাধ্যমিক বিদ্যালয়ের সব শ্রেণিতে লটারির পরিবর্তে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহাল করা জরুরি। তাদের আশঙ্কা, লটারি পদ্ধতি বহাল থাকলে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।

অভিভাবকদের দাবি ডিজিটাল লটারি চালু রাখা

অন্যদিকে, অভিভাবক ঐক্য ফোরাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লটারি চালু রাখার দাবি জানিয়েছে। একই সাথে তারা সব শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি ও সব ধরনের কোটা বাতিলেরও দাবি জানায়।

এক বিবৃতিতে ফোরাম জানায়, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হলে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আসবে। এর পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি কোচিংয়ের চাপ থেকে রেহাই পাবে।

আগামী ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পদ্ধতি নিয়ে চলমান আলোচনা ও শিক্ষক-অভিভাবকদের বিপরীতধর্মী মতামতের মধ্যে আজকের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত