ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৮:৩০:০৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতদিন যেখানে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের বিধান ছিল ৩৫ শতাংশ, নতুন বিধিমালায় তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) শিগগিরই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ফলে পূর্বের বিধিমালা অনুযায়ী নির্ধারিত ২ হাজার ১৬৯টি প্রধান শিক্ষক পদ এখন কমে যাবে।

মন্ত্রণালয় গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগবিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, এই নতুন বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

নতুন বিধিমালার মূল দিক:

বিষয়পূর্বের নিয়মনতুন নিয়ম
প্রধান শিক্ষক সরাসরি নিয়োগ ৩৫% ২০%
মেধাভিত্তিক নিয়োগ ৮৮% ৯৩%
কোটা ১২% ৭% (মুক্তিযোদ্ধা ৫%, নৃগোষ্ঠী ১%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১%)
যোগ্য প্রার্থী না থাকলে কোটা খালি থাকতো শূন্য পদ মেধার ভিত্তিতে পূরণ হবে

অতিরিক্ত তথ্য: নতুন বিধিমালায় উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক নিয়োগের বিধান রাখা হয়েছে। এছাড়া সরাসরি নিয়োগের পাশাপাশি পদোন্নতির সুযোগও থাকবে। বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০ শতাংশ পদ নির্ধারিত থাকবে।

ডালিম /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত