ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের

মুস্তাকিম
মুস্তাকিম

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৫ ১৯:৫৫:৫৮

সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এ ব্যবস্থায় পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি, আর সামনের গ্রেডের কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা বৃদ্ধির হার:

গ্রেডভাতা বৃদ্ধির হার (%)সর্বনিম্ন/সর্বোচ্চ বেতন বৃদ্ধি (টাকা)
১–৩ ১০% ৪,০০০–৪,৫০০
৪–১০ ২০% ৫,০০০–৬,০০০
১১–২০ ২৫% ৬,০০০–৭,৮০০

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও এই ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে।

আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। এছাড়া, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এই সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় মহার্ঘ ভাতার দাবি অনেকদিন ধরেই চলছিল। গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা পর্যালোচনা করে সুপারিশ করেছে।

এবারের মহার্ঘ ভাতা নিশ্চিতভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত