| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

মাশরাফিকে নিয়ে বিসিবির ভাবনা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ জুলাই ০৭ ১৬:২২:৩২
মাশরাফিকে নিয়ে বিসিবির ভাবনা

'অবসর নিচ্ছেন কবে'- বিশ্বকাপের শেষাংশে এসে এই জিজ্ঞাসা চিহ্নটি তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। উত্তর দিয়েছেন 'দেশে ফিরে ভাবব ...।' তবে যে দলের সঙ্গে তার নকশিকাঁথার মতো সম্পর্ক, সেই সুতোগুলোর রঙ ধরে আলাদা করতে গেলে কাঁথাটির গঠনই শুধু নয়, চরিত্রটাই না আবার হারিয়ে যায়! এই শঙ্কাটি মাশরাফির নয়, বিসিবি এবং টিম ম্যানেজমেন্টের। তাই খেলা ছাড়ার পরও যেন ড্রেসিংরুমে তার উপস্থিতি থাকে সেটা নিশ্চিত করতে চাচ্ছে বিসিবি।

প্রস্তাব দেওয়া হয়েছে যেন স্থায়ীভাবে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন মাশরাফির বিন মুর্তজা। আর অন্য কোথাও নয়, মিরপুর থেকেই যেন বিদায় নেন তিনি। মাশরাফির চিন্তায় অবশ্য অন্য কিছু, 'আপাতত ম্যানেজার হওয়া নিয়ে ভাবছি না। এখনও খেলার মধ্যেই আছি। তবে খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গেই থাকব আমি।'

আপাতত এই বছর ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজ সূচিতে নেই। চেষ্টা চলছে অক্টোবরে আফগানিস্তান দল টেস্ট আর টি২০ খেলতে এলে জিম্বাবুয়েকে দাওয়াত দিয়ে এনে একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার। সেটি না হলে আগামী বছর ঘরের মাঠে ওয়ানডে সিরিজেই হয়তো 'বিদায়' বলবেন মহানায়ক। তার আগে হাতে থাকা সময়ে মাশরাফি তার রাজপাট গুছিয়ে দেবেন সাকিব আল হাসানের কাছে। ২৫ জুলাই থেকে শ্রীলংকায় যে তিন ওয়ানডে সিরিজ খেলার কথা চলছে, সেখানেও মাশরাফি বিশ্রামে থেকে সাকিবের হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেবেন। ড্রেসিংরুমের খবর অন্তত এমনই।

তবে উত্তরসূরি সাকিবকে বিশ্বকাপ থেকেও অনেকটা সেই কাজ গুছিয়ে দিয়েছেন। বিশ্বকাপ শেষ, এখন তো আর বলতে কোনো দ্বিধা নেই- প্রতিটি ম্যাচের আগেই সাকিবের সঙ্গে আলাদা করে মিটিং করেতেন মাশরাফি। একাদশ সাজানো, কম্বিনেশন ঠিক করা- সবকিছুতেই অধিনায়কের সঙ্গে থাকতেন সহঅধিনায়কও। প্রথম দুই ম্যাচের পর দলের এক সিনিয়রকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সাকিব, কিন্তু মাশরাফি বড্ড আবেগী, অনুরোধ করেছিলেন আর অন্তত একটি ম্যাচ সুযোগ দিতে। চতুর্থ ম্যাচে এসে সেই ক্রিকেটার স্ট্রাইক রেট ঠিক করার পরই ব্যাপারটি স্থিতিশীল হয়েছিল। তেমনি সাকিবের অনুরোধেও একজন জুনিয়রকে সুযোগ দেওয়া হয়েছিল। মাঠেও ফিল্ডিং সাজানোর ব্যাপারে সাকিবের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এভাবেই একটু একটু করে সাকিবকে সবকিছু গুছিয়ে দিচ্ছেন মাশরাফি। অবসর তো- সে একসময় মিরপুরে শেষ ম্যাচ খেলেই বলে দেবেন।

এখন তো তিনি রাজনীতিতে নেমেছেন, সাংসদ হয়েছেন। অনেক অনেকে কাজ পড়ে আছে তার সামনে। কিন্তু সবকিছুর মধ্যেও মাশরাফির কাছে ক্রিকেটই সব। তার রক্তে যে মিশে আছে তা। তার ইচ্ছা সারাজীবন মাঠে পেস বোলার হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, খেলা ছাড়ার পর লেভেল ওয়ান কোচিং কোর্স শেষ করে একাডেমির মতো উঠতি পেসারদের কোচিং করাবেন।

কিন্তু বোর্ড চাচ্ছে তাকে দলের সঙ্গেই রাখতে এবং যদি সে কোচ না হতে চায়, তাহলে একমাত্র পথ- দলের ম্যানেজার। যেটা এখন খালেদ মাহমুদ সুজন পালন করছেন। ম্যানেজার হয়ে অবশ্য হোটেল ঠিক করার মতো লজিস্টিক অপারেশন্সের কাজ তাকে করতে হবে। শুধু দলের সঙ্গে কোচের সেতুবন্ধন হয়ে থাকবেন মাশরাফি। যাতে করে কোনো বিদেশি কোচের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক খারাপ না হয়। ম্যানেজার হিসেবে টিম ম্যানেজমেন্টের মতো একটা জোরালো ভূমিকাও মাশরাফির কাছে আশা করছে বোর্ড। মাশরাফির অবশ্য আকাশ ভ্রমণ নিয়ে একটা অনীহা আছে। তাই এই ভূমিকাটা আপাতত তার ঠিক পছন্দের নয়। কিন্তু তার পরও যেহেতু ড্রেসিংরুমের থাকার একটা প্রস্তাব এটি, যেখানে থাকলে সে প্রাণভরে নিঃশ্বাস নিতে পারেন। সেখানেই হয়তো দেখা যাবে তাকে। মাঠে না থেকেও থাকবেন তিনি টাইগারদের সঙ্গেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাহমুদউল্লাহর দুর্দান্ত প্রত্যাবর্তন নিয়ে একি মন্তব্য করলেন শান্ত-হাথুরু

মাহমুদউল্লাহর দুর্দান্ত প্রত্যাবর্তন নিয়ে একি মন্তব্য করলেন শান্ত-হাথুরু

মাহমুদউল্লাহ রিয়াজ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে খেলেছিলেন। অভিজ্ঞ ক্রিকেটার টাইগার প্রয়োজনীয় পারফরম্যান্স ...

সাইফউদ্দিনের বলে গতি কম তাই বাদ পড়েছেন, শান্ত

সাইফউদ্দিনের বলে গতি কম তাই বাদ পড়েছেন, শান্ত

এই সকালটা ভিন্ন তাসকিন আহমেদের জন্য প্রথমবারের মত সহঃ অধিনায়কের গুরুদায়িত্ব সঙ্গে নিজের ইনজুরি নিয়েও ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

জুনের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের অনুষ্ঠানটি শুধু ...



রে