| ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পেশাদার ক্রিকেটাররা সাংবাদিকদের দোষ দিতে পারেন না

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ ডিসেম্বর ১৪ ১৩:৪৭:৪৭
পেশাদার ক্রিকেটাররা সাংবাদিকদের দোষ দিতে পারেন না

তবে জাতীয় সংসদের সদস্য হওয়াতে তাকে এবার দেখা গেল রাজনীতির মাঠে ভীষণ ব্যস্ত। সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখলেন। অবশষে পাঁচ মাস পর মাঠে নামলেন মাশরাফি। বেশকিছু দিন থেকেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চললেও ঢাকার প্রথম ম্যাচ শেষে দিলেন দলের হারের ব্যাখ্যা।

সেই সঙ্গে পেশাদার ক্রিকেটারদের করণীয় নিয়ে বললেন অকপটে। এরই মধ্যে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ইমরুল কায়েস নিজেদের ব্যর্থতার দায় চাপিয়েছেন সংবাদিকদের ঘাড়ে। তার কথপোকথনের মূল অংশ তুলে ধরা হলো-

প্রশ্ন: বিপিএল-এ ব্যক্তিগত লক্ষ্য কি?মাশরাফি: মনে হয় না বিপিএলে এমন কিছু টার্গেট করার আছে। তবে অবশ্যই দলের জন্য সেরা যেটা হয়, করার চেষ্টা করবো। মূল জিনিস হচ্ছে দল। ফ্র্যাঞ্চাইজিদেরও অনেক চাওয়া-পাওয়া থাকে, যেহেতু তারা এত টাকা খরচ করে দলটা করে। তাই ঐ প্যাশনটা নিয়ে খেলার একটা চেষ্টা থাকে।

আর খেলোয়াড়রা তো সবসময়ই চায় মাঠে নিজের সেরাটা দিতে। আমার কথা যদি বলেন, হালকা সমস্যা আছে। এতদিন পর নেমেছি। থাকার কথা ছিলো না। তবু ছোটখাটো নিগলস আছে। দুই-তিন মাস বাইরে থাকলে যেটা হয় আর কি। তিন-চার ম্যাচ খেললে হয়তো ঠিক হয়ে যাবে। পিঠে একটু আছে। তবে এগুলো আগেও ওভারকাম করেছি। এবারও হয়ে যাবে। প্রশ্ন: দলের ভারসাম্য কতটা?মাশরাফি: না ভারসাম্য ঠিক আছে। ইয়ং স্টার যারা আছে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ। অধিনায়ক হিসেবে আমি এটাই দেখতে চাই ওরা চাপের মুখে বিভিন্ন দেশের বোলারদের কীভাবে খেলছে।

প্রশ্ন: অনেক ক্রিকেটারই নিজেদের ব্যর্থতায় সংবাদিকদের দোষারোপ করছেন। বিষয়টি আপনি কীভাবে দেখেন?মাশরাফি: আমার কাছে মনে হয় আপনাদেরও বিষয়টা পারসোনালি না নেয়াই উচিত। অনেকে হয়তো মিডিয়ার চাপ সামলাতে অতটা অভ্যস্ত নয়। অনেক খেলোয়াড় আছে যারা বাইরের অনেক কিছুই খেয়াল করে।

যেটা আমি বললাম, আমি খারাপ করলেও আপনারা লিখবেন, ভালো করলেও লিখবেন। আমার কাছে মনে হয় অনেকে ( খেলোয়াড়রা) এগুলো পড়ে বা দেখে। তাই চাপটা চলে আসে বা মাথায় নিয়ে নেয়। এ জিনিসটা পেশাগত জীবনে প্রয়োজন নেই। পেশাগত দিক থেকে আপনিও (সাংবাদিকরা) একটা জায়গায় আছেন, খেলোয়াড়রাও একটা জায়গায় আছে।

সবাই যে যার জায়গা থেকে কাজ করবে এটাই স্বাভাবিক। যা লেখা হয়, সেটা যদি নিজের কাছে মনে হয় যে মানসিকভাবে চাপে ফেলে দেবে তাহলে এড়িয়ে চলাই ভালো। সাধারণত বড় খেলোয়াড়রা এটাই করে। যেটা বললাম, যার যেটা পেশা সেদিক থেকে স্থিতিশীল হওয়া জরুরি। আপনি খেলোয়াড়, আপনি খেলা নিয়েই চিন্তা করুন বাইরের জিনিস বাদ দিয়ে।

ক্রিকেট

মাঠে নামতে প্রস্তুত গেইল

মাঠে নামতে প্রস্তুত গেইল

ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ...

ফাইনালে ইমপ্যাক্ট বদলি হিসেবে খেলবেন গেইল

ফাইনালে ইমপ্যাক্ট বদলি হিসেবে খেলবেন গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রবর্তক ক্রিস গেইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুবই জনপ্রিয়। তিনি তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

কোপার আগে ব্রাজিল শিবিরে ইনজুরির ছড়াছড়ি, নতুন করে স্কোয়াডে চারজন

কোপার আগে ব্রাজিল শিবিরে ইনজুরির ছড়াছড়ি, নতুন করে স্কোয়াডে চারজন

ব্রাজিলই প্রথম কোপা আমেরিকায় অংশগ্রহণকারী দল ঘোষণা করে। কোচ দারিভাল জুনিয়র তার প্রথম মেয়াদে কিছু ...



রে