| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান করা হবে

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ২৪ ১৩:১৯:২৮
আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান করা হবে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন তথ্য সচিব মরতুজা আহমদ। চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য ২৪টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ প্রদান করা হবে।

এর মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। অন্যদের মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে বাপজানের বায়োস্কোপ (পরিচালক-রিয়াজুল মওলা রিজু) ও অনিল বাগচীর একদিন (পরিচালক-মোরশেদুল ইসলাম)। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর)। শ্রেষ্ঠ পরিচালক যৌথভাবে মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন) ও রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)। শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র যৌথভাবে শাকিব খান (চলচ্চিত্র-আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান (চলচ্চিত্র-জিরো ডিগ্রি)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা গাজী রাকায়েত (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন),

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা (চলচ্চিত্র: নদীজন), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে ইরেশ যাকের (চলচ্চিত্র : ছুঁয়ে দিলে মন), শ্রেষ্ঠ শিশু শিল্পী যারা যারিব (প্রার্থনা), শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান (চলচ্চিত্র-প্রার্থনা)। শ্রেষ্ঠ সংগীত পরিচালক সানী জুবায়ের (চলচ্চিত্র : অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ সুরকার এসআই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র-বাপজানের বায়েস্কোপ)। শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা (বাপজানের বায়েস্কোপ), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যৌথভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)।

শ্রেষ্ঠ সংলাপ রচিয়তা হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ শিল্পী নির্দেশক সামুরাই মারুফ (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল) এবং শ্রেষ্ঠ মেক-আপ ম্যান শফিক (জালালের গল্প)। পুরস্কার প্রদানের পাশাপাশি থাকছে চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের এ অনুষ্ঠানে পারফর্ম করবেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ।

এ ছাড়া ভিন্ন রকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পি। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সমন্বয় করছেন মিশা সওদাগর, পরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দুই জনপ্রিয় মুখ পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল ও সোহাগ। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে থাকছেন স্বনামধন্য চিত্রনায়ক ফারুক।

ক্রিকেট

পাপনের হস্তক্ষেপে এবার বদলেছে ৫ বছরের এলোমেলো রেকর্ড

পাপনের হস্তক্ষেপে এবার বদলেছে ৫ বছরের এলোমেলো রেকর্ড

বুধবার সকাল সকাল মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাল্কা অনুশীলন উপস্থিত ছিলেন জাতীয় ...

বাদ দেওয়া সেই বুড়ো রিয়াদেই সব ভরসা, এখন কেন হাথুরু করলেন রিয়াদের প্রশংসায়

বাদ দেওয়া সেই বুড়ো রিয়াদেই সব ভরসা, এখন কেন হাথুরু করলেন রিয়াদের প্রশংসায়

গত রাতে বিশ্বকাপ খেলতে দেশ ছেরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। এই দলে এমন একজন ক্রিকেটার আছেন ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

জুনের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের অনুষ্ঠানটি শুধু ...



রে